Viral Photos: বলিউডের 'এই' হ্যান্ডসামের সঙ্গে গোপনে গোয়া ঘুরে এলেন নভ্যা, ছবি ফাঁস হতেই তোলপাড়
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Viral Photos: সূত্র বলছে একসঙ্গে গোয়া থেকে ঘুরে এলেন নভ্যা নন্দা ও সিদ্ধান্ত৷ গোয়া থেকে ফেরার সময় মুম্বই বিমানবন্দরে দুজনকে একসঙ্গে দেখার পর থেকেই জল্পনা শুরু হয়েছে৷
advertisement
1/5

অমিতাভের নাতনি নভ্যার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছে৷ সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে প্রেমের গুঞ্জনে এবার যেন শিলমোহর দিলেন নভ্যা৷ ছবি ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে বি-টাউনে৷
advertisement
2/5
অমিতাভের নাতনি নভ্যার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছে৷ সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে প্রেমের গুঞ্জনে এবার যেন শিলমোহর দিলেন নভ্যা৷ ছবি ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে বি-টাউনে৷
advertisement
3/5
মুম্বইয়ে নভ্যা ও সিদ্ধান্তকে দেখে ফ্ল্যাশের ঝলকানি জ্বলে ওঠে৷ এদিন তাঁদের পোশাকেও ছিল রংমিলান্তি৷ পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে৷
advertisement
4/5
বেশ কয়েকমাস ধরেই সিদ্ধান্ত এবং নভ্যার প্রেম নিয়ে কানাঘুষো চলছে৷ অভিনেতার বাবা ও মায়ের সঙ্গেও বছরের শুরুতে দেখা গিয়েছিল নভ্যাকে৷ তবে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন দুজনে৷
advertisement
5/5
পরিচালক অমৃতপাল সিং বিন্দ্রার জন্মদিনের পার্টি থেকে করণ জোহরের ৫০ বছরের জন্মদিন সেলিব্রেশনেও একসঙ্গে দেখা গেছে সিদ্ধান্ত এবং নভ্যাকে৷ ডেটিং নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে গেছেন তাঁরা৷ এবার এয়ারপোর্টে একসঙ্গে দেখতেই জল্পনা আরও বাড়ছে৷