Aamir Khan: দিনভর আমিরকে চুম্বন! যেন লটারি লেগে গেছে, এমনটাই মনে হয়েছিল নবনীতের, ফাঁস করলেন সিক্রেট
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Aamir Khan: সম্প্রতি আমিরের সুপারহিট ছবি কমেডি 'হাম হ্যায় রাহি প্যায়ার কে'-৩০ বছর পূর্ণ করল৷ সহ অভিনেত্রী নবনীত এই ছবির গোপন তথ্য ফাঁস করেছে৷
advertisement
1/5

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে নিয়ে ভক্তদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে৷ বি-টাউনের সিরিয়াল কিসার-এর তকমা রয়েছে অভিনেতার৷
advertisement
2/5
সম্প্রতি আমিরের সুপারহিট ছবি কমেডি 'হাম হ্যায় রাহি প্যায়ার কে'-৩০ বছর পূর্ণ করল৷ সহ অভিনেত্রী নবনীত এই ছবির গোপন তথ্য ফাঁস করেছে৷
advertisement
3/5
পরিচালক মহেশ ভাট পরিচালিত এই ছবিতে নবনীত মায়ার ভূমিকায় অভিনয় করেছিলেন৷ ছবির শ্যুটিংয়ে আমির খান ও নবনীতের একটি চুম্বনের দৃশ্য ছিল৷ সারাদিন ধরে চুম্বন করতে হয়েছিল৷
advertisement
4/5
এক সাক্ষাৎকারে নবনীত বলেন,'ছবিতে আমাদের বাগদানের পর আমি আমিরের বাড়িতে একবার গিয়েছিলাম৷ তখন আমিরের গালে একটি চুম্বন করেছিল এবং ওঁর গালে লিপস্টিকের দাগ লেগে গিয়েছিল৷ পরে আমির বলেছিল,এটা বজায় রাখতে হবে৷ তারপর সারাদিন আমাকে ৭-৮ বার চুম্বন করতে হয়েছিল৷'
advertisement
5/5
নবনীত আরও বলেন, 'জীবনে প্রথমবার আমির খানকে সারাদিন ধরে চুম্বন করে আমি তো ভেবেছিলাম আমি লটারি লেগে গেছে৷' ছবির ৩০ বছর পূর্তিতে পুরোনো দিনের কথাই স্মরণ করেছেন অভিনেত্রী৷