TRENDING:

Celebrity Gossip New: সামান্থার চোখের জল ফেলে কি সুখী হবেন নাগা-শোবিতা? বিয়ের ১০ দিনের মধ্যেই নবদম্পতির মধ্যে বিরাট কলহ, গোপন কথা ফাঁস

Last Updated:
শোবিতা ও নাগার প্রেমে চোখের জল পড়েছে সামান্থার৷ তাঁর ফ্যানরা এই বিয়ে নিয়ে খুবই দুঃখি৷ এবং বিয়ের ১০ দিনের মধ্যেই হাতেনাতে নবদম্পতি পেল তার ফল৷ এবার চোখের জল পড়ল শোবিতার৷
advertisement
1/8
সামান্থার চোখের জল ফেলে কী সুখী হবেন নাগা-শোবিতা?বিয়ের ১০দিনের মধ্যেই বিরাট কলহ
সামান্থার সঙ্গে ডিভোর্স হয়েছে আগেই৷ তবে এতটা প্রেম ছিল নাগা ও সামান্থার যে কেউ ভাবতে পারেননি যে এই দম্পতির বিয়ে ভাঙবে৷ কিন্তু তাঁদের মধ্যে ভাঙন ধরে এবং মাঝে এসে পড়েন নায়িকা শোবিতা ধুলিপলা৷
advertisement
2/8
শোবিতা ও নাগার প্রেমে চোখের জল পড়েছে সামান্থার৷ তাঁর ফ্যানরা এই বিয়ে নিয়ে খুবই দুঃখি৷ এবং বিয়ের ১০ দিনের মধ্যেই হাতেনাতে নবদম্পতি পেল তার ফল৷ এবার চোখের জল পড়ল শোবিতার৷
advertisement
3/8
চলতি মাসের ৪ তারিখে নাগা চৈতন্য ও শোভিতার বিয়ে হয়৷ খুব ধুমধাম করে বিয়ে হয় তাঁদের৷ বিয়ের ছবিতে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া৷ কিন্তু দশ দিন কাটতে না কাটতেই ঘরের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।নাগা চৈতন্য এবং শোভিতা সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
4/8
নাগা চৈতন্য এবং শোভিতা একসঙ্গে গিয়ে ছবি তুলেছিলেন। নাগা, যিনি ইতিমধ্যেই একক ছবি তুলেছিলেন, শোভিতাকে নিয়ে যেতে চেয়েছিলেন ছবি তোলার জন্য।
advertisement
5/8
তবে শোভিতা যেতে চাইলেও সেখানে নাগা চৈতন্য খুব রেগে যান৷ তাঁর মুখের ভিডিও ভাইরাল হচ্ছে। আসলে ওই ভিডিওতে নাগাকে খুবই সিরিয়াস এবং গম্ভির মুখে দেখা যাচ্ছে।
advertisement
6/8
বিয়ের মাত্র দশদিন পরেই তাঁদের এই মনোমালিন্যের ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন তাঁর ভক্তরা। কেউ কেউ সামান্থার ভক্ত এবং তাঁকে সমর্থন করে তাঁদের ট্রোল করছেন।
advertisement
7/8
যেহেতু সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনও সম্পূর্ণ ভিডিও নেই, সেখানে আসলে কী হয়েছিল, তা জানা যায়নি? চৈতু গম্ভীর মুখ কেন? কী হয়েছিল তাঁদের মধ্যে? শোবিতা কেন মনমরা তা তারা বলতে পারছে না।
advertisement
8/8
তবে অনেকে জানাচ্ছেন যে কোনও মেয়ের চোখের জল ফেললে তা কোনও ভাবে ফেলা যায় না৷ সামান্থার চোখের জল ফেলে সুখী হবে না নাগা ও শোবিতা, এমন কমেন্টে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Celebrity Gossip New: সামান্থার চোখের জল ফেলে কি সুখী হবেন নাগা-শোবিতা? বিয়ের ১০ দিনের মধ্যেই নবদম্পতির মধ্যে বিরাট কলহ, গোপন কথা ফাঁস
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল