Mimi Chakraborty: কাকে চেপে ধরে আদুরে চুম্বন করছেন মিমি, ছবি ভাইরাল হতেই শুরু ট্রোলিং, তোলপাড় নেটদুনিয়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Mimi Chakraborty: পায়রার ছবি পোস্ট করতেই কটাক্ষের মুখে পড়েছেন মিমি চক্রবর্তী৷ নেটিজেনরা অভিনেত্রীর ছবি দেখেই বেজায় চটে গেছেন৷
advertisement
1/6

তারকাদের প্রতিটা আপডেট জানার জন্য যেমন ভক্তরা মুখিয়ে রয়েছেন তেমনই আবার কোনও ছবি পোস্ট করতে না করতেই কটাক্ষ করতে ছাড়েন না নেটিজেনরা৷ এবার কড়া ট্রোলিংয়ের মুখে পড়লেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী৷
advertisement
2/6
সম্প্রতি নিজের সোশ্যাল একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিমি চক্রবর্তী৷ যেখানে পায়রার সঙ্গে ছবি তুলতে দেখা গেছে৷ ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী তার দুই হাত দিয়ে পায়রাটিকে চেপে ধরে আদরে ভরিয়ে দিচ্ছেন৷ এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷
advertisement
3/6
পায়রার ছবি পোস্ট করতেই কটাক্ষের মুখে পড়েছেন মিমি চক্রবর্তী৷ নেটিজেনরা অভিনেত্রীর ছবি দেখেই বেজায় চটে গেছেন৷ একজন কমেন্টে জানিয়েছেন, 'পায়রার মুখ দেখেই বোঝা যাচ্ছে ও কষ্ট পাচ্ছে'৷ অন্য একজন লিখেছেন- 'ওকে কেন কষ্ট দিচ্ছো'? তবে মিমি কোনও উত্তর দেননি৷
advertisement
4/6
আচমকা কেন পায়রাকে নিয়ে ছবি পোস্ট করলেন নায়িকা, তা অবশ্য নিজেই খোলসা করে জানিয়েছেন মিমি৷ তিনি ছবির ক্যাপশনে লেখেন- এক ঝড়-বৃষ্টির রাতে পায়রাটিকে উদ্ধার করেন তিনি৷ যদিও আজ সেই পাখি বড় হয়েছে বলে জানান মিমি৷
advertisement
5/6
তিনি আরও বলেন, ওরা আমার বারান্দায় থাকে৷ আমার স্পর্শ ওরা খুব ভাল চেনে৷ কখনও পালিয়ে যায় না৷ তবে আমি এখন আমার এই বাড়িতে খুব একটা বেশি আসি না৷ তবে যখনই আসি ওরা আমাকে এভাবেই ভালবাসা জানায়৷
advertisement
6/6
মিমি আরও জানিয়েছেন, তিনি কখনওই এই পায়রাদের খাঁচায় বন্দি করে রাখেন না৷ ওরা নিজেদের মতো উড়ে বেড়ায় এবং নিজেদের মতো করে থাকে৷ কিন্তু সামান্য পায়রাদের আদর করতে গিয়ে যে এতটা সমালোচনা মুখে পড়তে হবে তাকে, এটা মনে হয় ভাবতেও পারেননি মিমি চক্রবর্তী৷