প্রথম পারফরম্যান্স! জিংগাত-এর তালে স্কুলের মঞ্চ মাতালো হেমা মালিনীর নাতনি রাধ্যা
Last Updated:
advertisement
1/6

♦ নাচটা রক্তে ৷ হেমা মালিনীর তাঁর নাচের জন্য গোটা বিশ্বজুড়ে সুপ্রসিদ্ধ ৷ ‘ড্রিমগার্ল’-এর সমসাময়িক নায়িকারাও নাকি হেমা মালিনীর সৌন্দর্য এবং নাচের জন্য তাঁকে সমঝে চলতেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
♦ আর হেমা মালিনীর দুই ইশা এবং অহনাও মায়েরই মতো ধ্রুপদী নৃত্যে তালিম নিয়েছেন ৷ ‘ড্রিমগার্ল’হেমার বড় মেয়ে ইশা দেওল তখতানি ২০১৭ সালের ২০ অক্টোবর ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ইশা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
♦ নাম রাধ্যা ৷ ফের গর্ভবতী ইশা ৷ এই তো কয়েকদিন আগে বাঙালি পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের ‘কেকওয়াক’-এর হাত ধরে বলিউডে কামব্যাক করেছেন ইশা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
♦ এ বার কামাল দেখানোর পালা ইশার দেড় বছরের মেয়ে রাধ্যার ৷ স্কুলে মায়ের সঙ্গে মঞ্চ মাতাল ছোট্ট রাধ্যা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
♦ স্কুলের অনুষ্ঠনে মায়ের কোলে চেপে ‘জিংগাত’-এর তালে নাচ করে এই খুদে ৷ পরণে ছিল ঐতিহ্যবাহী লাবণি ডান্সের পোশাক ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
♦ ইশাও সেজেছিলেন ঠিক মেয়ের মতোই ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করলেন ইশা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷