'অন্তর্জলি যাত্রা'-য় দ্বৈত ভূমিকায় মিথিলা ! বাংলাদেশ থেকেই বলবেন মা ও ছেলের গল্প
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
লকডাউনে আটকে থাকলেও একের পর এক কাজ রয়েছে মিথিলার হাতে।
advertisement
1/5

লকডাউন শুরুর কিছু আগে বাংলাদেশে গিয়ে আটকে পড়েন মিথিলা। গতবারেও লকডাউনে বাংলাদেশে আটকে ছিলেন সৃজিত-পত্নী মিথিলা। photo source Facebook
advertisement
2/5
তবে লকডাউনে আটকে থাকলেও একের পর এক কাজ রয়েছে মিথিলার হাতে। বিমান পরিষেবা চালু না হলে কলকাতায় আসতে পারবেন না তিনি। তাই ওই দেশেই কাজ করতে শুরু করেছেন। এর আগেও একাধিক নাটক, টেলিফিল্মে অভিনয় করেছেন মিথিলা। photo source Facebook
advertisement
3/5
বাংলাদেশে, " অন্তর্জলি যাত্রা' নামক একটি নাটকে অভিনয় করছেন মিথিলা। সেই ছবি তিনি পোস্ট করেন তাঁর ফেসবুক পেজে। photo source Facebook
advertisement
4/5
তবে গৌতম ঘোষের বিখ্যাত ছবির সঙ্গে এই নাটকের মিল নেই। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন রাকেশ বসু। photo source Facebook
advertisement
5/5
এই নাটকটি মা ও ছেলের গল্প বলবে। মিথিলার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদকে। photo source Facebook