Mithai| Soumitrisha Kundoo|| উচ্ছেবাবু অতীত? শেষমেশ 'মিঠাই' ছেড়েই দিচ্ছেন সৌমিতৃষা? পোস্ট ঘিরে তুমুল জল্পনা
- Published by:Shubhagata Dey
Last Updated:
Soumitrisha Kundoo leaving serial: শুটিং শেষে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বার্তা বুধবার পোস্ট করেন মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু। তারপর থেকেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা। তবে কী এ বারে 'মিঠাই' ধারাবাহিক ছাড়ছেন অভিনেত্রী?
advertisement
1/10

*'আমার ঘরটাকে মিস করব', শুটিং শেষে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বার্তা বুধবার পোস্ট করেন মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু। তারপর থেকেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা। তবে কী এ বারে 'মিঠাই' ধারাবাহিক ছাড়ছেন অভিনেত্রী? আর কী মিঠাই হিসেবে দেখা যাবে না তাঁকে? সংগৃহীত ছবি।
advertisement
2/10
*দীর্ঘ দু-বছর ধরে মিঠাই বাংলা টেলিভিশন কাঁপাচ্ছে। সিদ্ধার্থ-মিঠাই অর্থাৎ মনোহরা এবং মোদক পরিবারের কাহিনী দীর্ঘ ২ বছর ধরে উপভোগ করছেন দর্শকরা। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*ভারত ছাড়িয়ে বাংলাদেশেও সমান জনপ্রিয় এই সিরিয়াল। ফলে মিঠাই ছেড়ে দেওয়ার প্রসঙ্গ উঠতেই মন খারাপ অনুরাগীদের। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*বাংলা ধারাবাহিকের জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের সৌমিতৃষা বাঙালি দর্শকদের ঘরের মেয়ে। সৌমিতৃষা তাঁর অভিনয়ের গুনে মন জয় করেছেন সকলের। সকলের থেকে অফুরাণ ভালবাসাও পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় মিঠাইরানী বলতে অজ্ঞান সকলে। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*কিন্তু বুধবার রাতে সৌমিতৃষার সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট দেখার পর সকলেই বেশ চিন্তায় রয়েছেন যে মিঠাই সিরিয়ালে তাঁকে কি আর দেখা যাবে না। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*সৌমিতৃষা ইনস্টাগ্রামে দু'টি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতেই রয়েছে সেই হাতে লেখা বার্তা। যাতে লেখা ‘আমি ঘরটাকে খুব মিস করব। আবার দেখা হচ্ছে ২৬ ফেব্রুয়ারি।’ সংগৃহীত ছবি।
advertisement
7/10
*পরের ছবিতে মেকআপ তুলতে দেখা গেল তাঁকে। অর্থাৎ শুটিং শেষে মিস করার কথা লিখেছেন তিনি, আর তাতেই বেড়েছে জল্পনা। উদ্বিগ্ন মিঠাই ভক্তরা। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবির কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করছেন সিরিয়াল ছাড়ছেন কিনা সৌমিতৃষা? অনেকে আবার জানিয়েছেন, সৌমিতৃষার ব্রেকের প্রয়োজন, তাই হয়তো কিছুদিনের বিরতিতে যাচ্ছেন। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*তবে না। উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। আসলে আজ ২৪ ফেব্রুয়ারি সৌমিতৃষার জন্মদিন। আর সেই জন্যই ঘুরতে গিয়েছেন তিনি। ইনস্টা স্টোরিতেও রয়েছে তার ঝলক। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*জন্মদিন উদযাপন করতে বিমানে উড়ে গিয়েছেন নায়িকা। তবে কোথায় গিয়েছে জন্মদিন কাটাতে তা এখনও জানা জায়নি। এমনকি তাঁর সঙ্গে কে কে গিয়েছেন, তাও এখনও অজানা। সংগৃহীত ছবি।