Miss Universe Harnaaz Sandhu: নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বিশ্ব সুন্দরী হরনাজ সান্ধু ! দেখুন ছবি
- Published by:Piya Banerjee
Last Updated:
Miss Universe Harnaaz Sandhu: নিউইয়র্কের রাস্তায় হরনাজ সান্ধুর একের পর এক ছবি ভাইরাল ! চলছে জোর চর্চা...
advertisement
1/10
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার পর আবার মিস ইউনিভার্সের মুকুট উঠছে এক ভারতীয় কন্যার মাথায়। মিস ইউনিভার্সের খেতাব জিতেছেনপঞ্জাবের হরনাজ সান্ধু (Harnaaz Sandhu)। এর আগে শেষ মিস ইউনিভার্স হয়েছিলেন লারা দত্ত। তার আগে হয়েছিলেন সুস্মিতা সেন। তবে বিশ্ব সুন্দরীর খেতাব জিতেই নিউ ইয়র্কে থাকতে শুরু করেছেন হরনাজ সান্ধু।
advertisement
2/10
Harnaaz Sandhu -কে দেখা গেল নিউ ইর্য়কের রাস্তায় শীতের পোশাকে ঘুরে বেড়াতে। এই ছবি তিনি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। (Image: Instagram)
advertisement
3/10
ইজরায়েলে অনুষ্ঠিত হয়েছে এবারের ৭০-তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। সেখানেই পঞ্জাবের চণ্ডীগড়ের বাসিন্দা ২১ বছরের তরুণী হরনাজ সান্ধু উজ্জ্বল করেছেন ভারতের মুখ। এখন তাঁর হাতে একের পর এক কাজের সুযোগ আসবে। তবে আপাতত জীবনকে উপভোগ করছেন তিনি। থাকছেন নিউইর্য়কে। সেখানেই একা একা ঘুরে বেড়াচ্ছেন তিনি।
advertisement
4/10
Harnaaz Sandhu খেতাব জিতেই শুরু করেছেন মডেলিং। গোলাপি আউটফিটে বোল্ড বিশ্ব সুন্দরী।
advertisement
5/10
Harnaaz Sandhu অফ সোল্ডার গাউনে হয়ে উঠেছেন মোহময়ী। হরনাজের খেতাব জেতার পর হাউ হাউ করে কেঁদে ছিলেন মডেল নায়িকা উর্বশী রাউতেলা। হরনাজকে শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন সকলে। প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা গর্বিত হয়েছেন হরনাজের জন্য।
advertisement
6/10
শীতের জ্যাকেটে বোল্ড অ্যান্ড স্মার্ট হরনাজ সান্ধু। তবে ভারত ছেড়ে কেন তিনি বিদেশে? তার উত্তরে অনেক আগেই হরনাজ জানিয়েছিলেন, তিনি এখন গোটা বিশ্ব ঘুরে দেখতে চান। নিউ ইর্য়ক হোক বা নিউজিল্যান্ড সব জায়গাতেই এখন হরনাজের চর্চা।
advertisement
7/10
নীল শীত জ্যাকেটে মোহময়ী হরনাজ সান্ধু। এই ছবি তিনি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
advertisement
8/10
ফ্লোরাল জ্যাকেট ও লেদার প্যান্ট সঙ্গে সানগ্লাসে নজর কেড়েছেন হরনাজ সান্ধু। তাঁর হাতের ক্লাচ নজরে পড়ার মতো।
advertisement
9/10
হরনাজ ঘুরতে যাওয়ার সঙ্গে ভালবাসেন নানা দেশের খাবার টেস্ট করতেও। তবে তার সঙ্গে নিজেকে ফিট রাখতে কড়া ডায়েটও মানতে হয় তাঁকে।
advertisement
10/10
কালো কোট ও লেদার গ্লভসে নজর কেড়েছেন হরনাজ। স্টাইলে মাত করছেন তিনি। ভাইরাল তাঁর একের পর এক ছবি।