Mira Kapoor : ফ্যাশনিস্তা মীরা কাপুর! বলিউড নায়িকাদের সঙ্গে সহজেই পাল্লা দিতে পারেন শাহিদ ঘরনী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Mira Rajput Kapoor : কে বলবে দুই সন্তানের জননী মীরা। খুব অল্প বয়সেই শাহিদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মীরা।
advertisement
1/10

শাহিদ কাপুরের স্ত্রী হিসেবেই পরিচিতি পেয়েছেন মীরা কাপুর। তবে ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্টে নিজের পরিচিতিও তৈরি করে নিয়েছেন মীরা।
advertisement
2/10
সম্প্রতি ননদের বিয়েতে লেহেঙ্গা শাড়িতে ধরা দিলেন শাহিদ ঘরনী। সাদা রঙের লেহেঙ্গা শাড়ির সঙ্গে মানানসই সাজ মীরার।
advertisement
3/10
ফ্লোরাল জমকালো পোশাকের সঙ্গে স্টেটমেন্ট কানের দুল। মীরা কাপুর চাইলেই বলিউড সুন্দরীদের সঙ্গে পাল্লা দিতে পারেন।
advertisement
4/10
সামান্য মেক আপ। তবুও মীরার সৌন্দর্য চোখ টানবেই।
advertisement
5/10
শিফন শাড়ির সঙ্গে ভারী নেকলেস। চোখে সানগ্লাস। ক্লাসি লুকে ধরা দিলেন মীরা কাপুর।
advertisement
6/10
মীরার সাজ সব সময়ে স্নিগ্ধ। সাদা কুর্তা পাজামা সেটে মুগ্ধ করেছেন শাহীদ ঘরনী।
advertisement
7/10
কে বলবে দুই সন্তানের জননী মীরা। খুব অল্প বয়সেই শাহিদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মীরা।
advertisement
8/10
হলুদ লেহেঙ্গায় রাজকীয় লুক মীরা রাজপুতের। যে কোনও দিন বলিউডে অভিনয় করতে দেখা যেতে পারে তাঁকে।
advertisement
9/10
নীল ও রুপোলির জমকালো লেহেঙ্গাতে অসম্ভব সুন্দরী শাহিদ পত্নী।
advertisement
10/10
শাহিদের সঙ্গে মীরার জুটি দর্শকদের পছন্দ। অনেকেই বলেন রব নে বনা দি জোড়ি।