কেমন ছিল মাইকেল জ্যাকসনের সেক্স লাইফ? তথ্য ফাঁস করলেন খোদ স্ত্রী
Last Updated:
advertisement
1/5

মাইকেল জ্যাকসন ! নামের সঙ্গেই যেন একটা রহস্য জড়িয়ে ৷ মাইকেলের লুক থেকে লাইফস্টাইল সব নিয়ে কৌতুহল ছিল বিশ্ব জুড়ে ৷ পপ সম্রাট তো তিনি ছিলেনই ৷ কিন্তু তাঁর রঙিন জীবনের জন্য বার বার বিতর্কেও এসেছেন মাইকেল ৷ যার মধ্যে রয়েছে শিশুর ওপর যৌন নির্যাতন !
advertisement
2/5
মাইকেল জ্যাকসনের মৃত্যুর এত বছর সামনে এল তাঁর যৌন জীবন সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য ৷ যা কিনা ফাঁস করলেন মাইকেল জ্যাকসনের স্ত্রী লিজা মারি প্রেসলে !
advertisement
3/5
সম্প্রতি বিদেশি এক সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকার দিতে গিয়ে লিজা জানিয়েছেন, ‘মাইকেলের নামে অনেক বদনাম ছিল ৷ যৌনতা নিয়ে নানা রকম ঝামেলায় জড়িয়ে ছিল মাইকেল ৷ তবে মাইকেল আমার দেখা সবচেয়ে সেরা প্রেমের পুরুষ !’
advertisement
4/5
লিজার কথায়, ‘মাইকেল খুব রোমান্টিক ছিল ৷ আর বিছানায় মাইকেল ছিল খুবই এক্সপেরিমেন্টাল৷ মাইকেলের আদরের ধরনই ছিল অন্যরকম ৷ চুমু খেতে ভালোবাসত মাইকেল৷ আর সেই চুমু ছিল সেরা ! ’
advertisement
5/5
লিজা আরও জানান, ‘মাইকেল ছিলেন দারুণ কিংকি ! নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করত সঙ্গমের সময় ৷ রোল প্লেও ভালোবাসত ৷ আমি আর মাইকেল বহু সময়ই ডাক্তার ও নার্সের ভূমিকায় অভিনয় করতাম সঙ্গমের সময় !’