Swikriti Majumder: মেয়েবেলা শেষ, এবার কি বড় পর্দায় স্বীকৃতি? 'মৌ'-এর নতুন পোস্ট ঘিরে জল্পনা
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Swikriti Majumder: সূত্রের খবর, বেশ কিছু নতুন কাজের কথা হয়েছে তাঁর। তার মধ্যে রয়েছে OTT এবং সিনেমা। এই মুহূর্তে অন্তত চার-পাঁচ মাস কোনও কাজ করবেন না স্বীকৃতি। মেয়েবেলা শেষ হওয়ার পরেই ছুটি কাটাতে উড়ে গিয়েছেন মৌ।
advertisement
1/6

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, ধারাবাহিক বন্ধ হয়ে যাবে। এই ধারাবাহিকের আগের টাইম স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। কিন্তু ধারাবাহিকের নায়িকা ‘মৌ’ ওরফে স্বীকৃতি মজুমদার সেই গুঞ্জন নস্যাৎ করে দেন।
advertisement
2/6
তিনি জানান, ধারাবাহিক শেষ হচ্ছে না। কিন্তু মেগার জন্য পরিবর্তিত স্লট জানানো হচ্ছে না দেখে সন্দেহ রয়েই গিয়েছিল। তবে সত্যিই বন্ধ হয়ে গেল এই মেগা। রূপা গঙ্গোপাধ্য়ায়ের পরিবর্তে অনুশ্রী দাস আসার এক মাসের মধ্য়েই শেষ হল ধারাবাহিক।
advertisement
3/6
রূপা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, মেগা শুরু হওয়ার পর গল্প নিয়ে তাঁর বেশ আপত্তি তৈরি হয়। শুরুর দিকে যে রকম বলা হয়েছিল, তার সঙ্গে মিল ছিল না সিরিয়ালের পরবর্তী মেকিংয়ের। সেই বিতর্কের পর থেকেই টিআরপি কমতে থাকে।
advertisement
4/6
মন খারাপের রেশ রেখেই শেষ হয়েছে মেয়েবেলা। দর্শক নয়, মন খারাপ কাজ করছে ছবির কলা-কুশলীদের। মেয়েবেলা শেষের পর আবেগঘন পোস্ট করেছেন প্রধান অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। এর আগে শান্টু-পূর্ণা জুটি যেমন দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল, তেমনই তুমুল চাহিদা ছিল মৌ-ডোডো দার। একটু অন্য়রকমভাবেই শেষ হয়েছে ধারাবাহিক।
advertisement
5/6
দর্শদের প্রশ্ন এরপর কী করবেন স্বীকৃতি? আবার কোনও ধারাবাহিক? ওটিটি? নাকি বড় পর্দায় দেখা যাবে তাঁকে। স্বীকৃতি অবশ্য় তা ধোঁয়াশাই রেখেছেন। বরং তিনি একটা চরিত্র করার পর একটা বিরতি নেন। যাতে দর্শকরা আগের চরিত্রকে ভুলে নতুন চরিত্রকে মনে জায়গা দেওয়ার যথেষ্ট সময় পান।
advertisement
6/6
এই মুহূর্তে অনেকেই ছোট গণ্ডি ছেড়ে বড় পর্দায় কাজ শুরু করছেন। সৌমিতৃষা এবং দেবচন্দ্রিমা তার অন্যতম উদাহরণ। সেই পথেই কি এ বার হাঁটছেন স্বীকৃতিও? সূত্রের খবর, বেশ কিছু নতুন কাজের কথা হয়েছে তাঁর। তার মধ্যে রয়েছে OTT এবং সিনেমা। এই মুহূর্তে অন্তত চার-পাঁচ মাস কোনও কাজ করবেন না স্বীকৃতি। মেয়েবেলা শেষ হওয়ার পরেই ছুটি কাটাতে উড়ে গিয়েছেন মৌ।