TRENDING:

Met Gala 2023: বলি নায়িকাদের কড়া টেক্কা! কালো ওয়ান শোল্ডার গাউনে দ্যুতি ছড়ালেন ইশা, ছবি দেখেছেন

Last Updated:
Met Gala 2023: মেট গালা-র অনুষ্ঠানে ডিজাইনার আউটফিটে ফ্যাশন স্টেটমেন্টে নজির গড়েছেন মুকেশ কন্যা ইশা আম্বানি৷ ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা কালো গাউনে দ্যুতি ছড়িয়েছেন ইশা৷
advertisement
1/5
বলি নায়িকাদের কড়া টেক্কা! কালো ওয়ান শোল্ডার গাউনে দ্যুতি ছড়ালেন ইশা
বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা মানেই গ্ল্যামার ও ফ্যাশনের চমক৷ চলতি বছর মেট গালার থিম ছিল কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফেল্ডের নামে। প্রতিবছরই এই ইভেন্টে নিজেদের বেস্ট আউটফিটে নজর কাড়েন তারকারা৷ ভারত থেকে বিভিন্ন তারকারা অংশ নেন এই ইভেন্টে৷ চলতি বছরে মেট গালা-র অনুষ্ঠানে কালো রঙের ওয়ান শোল্ডার শাড়ি গাউন পরে হাজির হয়েছিলেন ইশা আম্বানি৷
advertisement
2/5
বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা মানেই গ্ল্যামার ও ফ্যাশনের চমক৷ চলতি বছর মেট গালার থিম ছিল কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফেল্ডের নামে। প্রতিবছরই এই ইভেন্টে নিজেদের বেস্ট আউটফিটে নজর কাড়েন তারকারা৷ ভারত থেকে বিভিন্ন তারকারা অংশ নেন এই ইভেন্টে৷ চলতি বছরে মেট গালা-র অনুষ্ঠানে কালো রঙের ওয়ান শোল্ডার শাড়ি গাউন পরে হাজির হয়েছিলেন ইশা আম্বানি৷
advertisement
3/5
কালো রঙের গাউনের সঙ্গে গলায় চওড়া হিরের নেকলেস, কানে হিরের দুল পরে নজর কেড়েছেন ইশা আম্বানি৷ এদিন দিব্যার পাশে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন ইশা৷ ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইনার আউটফিটে কালো রঙের হল্টার নেক টপ এবং এমারেল্ড সবুজ রঙের স্কার্ট পরে নজর কেড়েছেন দিব্যা৷
advertisement
4/5
মেট গালায় চাঁদের হাটে সকলের মধ্যে ইশা আম্বানির পোশাক দারুণ নজর কেড়েছে৷ ডিজাইনার প্রবাল গুরুংয়ের পোশাকে প্রথমবার সাজলেন মুকেশ কন্যা। গর্জিয়াস ক্রেপ পোশাকটি হাজার হাজার স্ফটিক এবং মুক্তো দিয়ে সজ্জিত ছিল৷ রেড কার্পেটে সকলেরই চোখ আটকে ছিল ইশার পোশাকে৷
advertisement
5/5
কার্ল লেজারফেল্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেপালি-আমেরিকান ডিজাইনার প্রবাল গুরুংয়ের ডিজাইন করা কালো গাউনে ইশা সেজেছিলেন। নিজের লুককে আরও গর্জিয়াস করে তুলতে লোরেন শোয়ার্টজের গহনা এবং কালো রঙের একটি কিউট ব্যাগ নিয়েছিলেন,যা সকলের নজর কেড়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Met Gala 2023: বলি নায়িকাদের কড়া টেক্কা! কালো ওয়ান শোল্ডার গাউনে দ্যুতি ছড়ালেন ইশা, ছবি দেখেছেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল