TRENDING:

Anamika-Uday Wedding: মালাই কোফতা, পোলাও, মাছ জিভে জল আনা রকমারি পদ উদয়-অনামিকার বিয়েতে ! আর কী কী ছিল মেন্যুতে

Last Updated:
বিয়ের মানেই তো জমিয়ে খাওয়া-দাওয়া। তাঁদের বিয়েতে কী কী খাবারের আয়োজন করা হয়েছিল? জানতে চাওয়া হলে উদয় বলেন, " বাড়িতেই আমরা রেজস্ট্রি করেছি। ফলে যা হয় একদমই বাড়ির রান্না, ঘরোয়া খাবার ছিল।" ছবি: সোশ্যাল মিডিয়া।
advertisement
1/7
মালাই কোফতা, পোলাও, ভাত, ডাল, মাছ জিভে জল আনা রকমারি পদ উদয়-অনামিকার বিয়েতে!
গাঁটছড়া বাঁধলেন উদয়-অনামিকা। অবশেষে পরিণতি পেল আড়াই বছরের প্রেম। বিয়ের মরশুমে মালাবদল সারলেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং। ছবি: সোশ্যাল মিডিয়া।
advertisement
2/7
২৮ জুন বুধবার 'এখানে আকাশ নীল' খ্যাত হিয়া অর্থাৎ অভিনেত্রী অনামিকা এবং 'নিম ফুলের মধু'র চয়ন ওরফে উদয় প্রতাপ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছবি: সোশ্যাল মিডিয়া।
advertisement
3/7
নিউজ ১৮ বাংলা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে উদয় প্রতাপ বলেন "আইনি ভাবে বিয়ে করেছি আমরা। হয়েছে সিঁদুরদান এবং মালাবদল। সঙ্গে হয়েছে আংটি বদলও। শেষে ছিল কেক কাটিং সেরিমনিও।" ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
4/7
তিনি জানান খুব ঘরোয়া ভাবে অনামিকা ও তাঁর পরিবারের সকলকে নিয়ে হয়েছে অনুষ্ঠান। সঙ্গে উপস্থিত ছিলেন অনামিকার কাছে কিছু বন্ধুবান্ধব। ইন্ড্রাস্ট্রি থেকে কেবল উপস্থিত ছিলেন রবি শ'। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
5/7
বিয়ের মানেই তো জমিয়ে খাওয়া-দাওয়া। তাঁদের বিয়েতে কী কী খাবারের আয়োজন করা হয়েছিল? জানতে চাওয়া হলে উদয় বলেন, " বাড়িতেই আমরা রেজিস্ট্রি করেছি। ফলে যা হয় একদমই বাড়ির রান্না, ঘরোয়া খাবার ছিল।" ছবি: সোশ্যাল মিডিয়া।
advertisement
6/7
তিনি জানান মেনুতে ছিল ভাত, ডাল, ঝুড়ি আলু-ভাজা, ধোকা, মালাই কোপ্তা, মাছ, পোলাও, মাংস, চাটনি, পাঁপড়, পান, নানা রকমের মিষ্টি ও কোল্ড ড্রিংক্স। ছবি: সোশ্যাল মিডিয়া।
advertisement
7/7
অনামিকা পরিবার ও বন্ধুদের সঙ্গে তোলা নানা ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন 'নো ওয়ান কেন রিপ্লেস ইউ গাইস! নো ওয়ান! থ্যাঙ্ক ইউ ফর মেকিং আওয়ার ডে শো স্পেশাল, ইচ ওয়ান অফ ইউ! মাই ফ্রেন্ডস, মাই ফ্যামিলি! লাভ ইউ অল!' ছবি: সোশ্যাল মিডিয়া।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Anamika-Uday Wedding: মালাই কোফতা, পোলাও, মাছ জিভে জল আনা রকমারি পদ উদয়-অনামিকার বিয়েতে ! আর কী কী ছিল মেন্যুতে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল