বড় চমক TRP-তে! ফের শীর্ষে 'মিঠাই', মধুচন্দ্রিমায় গিয়ে 'গাঁটছড়া'-ও কিন্তু জোড় টক্কর দিল দৌড়ে
- Published by:Aryama Das
Last Updated:
Bengali Serial TRP: ফের ৮.৩ টিভিআর নিয়ে বাংলার সেরা ধারাবাহিক হয়েছে...
advertisement
1/7

#কলকাতা: ফের উলটপুরাণ টিআরপি তালিকায়। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় বেশ উপরের দিকেই ছিল জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'।
advertisement
2/7
এককালীন ধারাবাহিকের রাজা আবার নিজের আসন পুনরুদ্ধার করল। এ সপ্তাহে ফের বাংলা সেরা মোদক পরিবার। ফের ৮.৩ টিভিআর নিয়ে বাংলার সেরা ধারাবাহিক হয়েছে
advertisement
3/7
এরপরেই আছে গাঁটছড়া, গৌরি এলো, আলতা ফড়িং সব মিলিয়ে বাংলা টেলিভিশনের দর্শকেরা ফের দেখতে পেলেন দুর্দান্ত গল্প ৷
advertisement
4/7
তালিকা অনুসারে ১)মিঠাই, ২)গাঁটছড়া, ৩)গৌরি এল, ৪)আলতা ফড়িং, ৫)লক্ষ্মী কাকিমা সুপারস্টার, ৬)ধুলোকণা, ৭)উমা, ৮)মন ফাগুন, ৯)অনুরাগের ছোঁয়া, ১০)এই পথ যদি না শেষ হয়
advertisement
5/7
গত বেশ কয়েক সপ্তাহ ধরেই টানটান উত্তেজনা চলছে প্রতিটি ধারাবাহিকের মধ্যে ৷ মিঠাইয়ের জীবনের নানান ওঠাপড়া বিশেষ করেই আকৃষ্ট করেছে দর্শকদের ৷
advertisement
6/7
মিঠাই ও উচ্ছেবাবুর সম্পর্কের রসায়ন বারবারে যেন দর্শকদের টানে ৷ সব থেকে বড় কাহিনির বাঁধন যেন বারেবারে দর্শকদের টিভিমুখী করে তোলে ৷
advertisement
7/7
দৈনন্দিন জনপ্রিয়তার সাফল্যে আজও মিঠাই ঘরে ঘরে পছন্দের নিয়মে ৷