TRENDING:

Meenakshi Seshadri-Kumar Sanu Love Story: কুমার শানুর প্রেমে পাগল হিট নায়িকা! পরকীয়ার জেরে তছনছ হয় গায়কের সংসার, তার পর?

Last Updated:
Meenakshi Seshadri-Kumar Sanu Love Story | নায়িকা মন দিয়ে বসেন বলিউডের তৎকালীন প্রথম সারির গায়ককে। তিনি কুমার শানু। শোনা যায়, বহু দূর গড়িয়েছিল তাঁদের সম্পর্ক।
advertisement
1/7
কুমার শানুর প্রেমে পাগল হিট নায়িকা! পরকীয়ার জেরে তছনছ হয় গায়কের সংসার, তার পর?
নয়ের দশকে বলিউডে রাজত্ব করেছেন। প্রমাণ করেছিলেন, তিনি যাতেই হাত দেবেন, সোনা ফলবে। এ হেন মীনাক্ষী শেষাদ্রির ছবি মুক্তি পেলে ওলটপালট হত বক্স অফিস। কিন্তু জানেন কি, সেই সময়ে শুধু পেশাগত কারণেই নয়, ব্যক্তিজীবন নিয়েও শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী।
advertisement
2/7
'দামিনী', 'হিরো', 'ঘাতক', অসংখ্য হিট ছবিতে কাজ করেছেন মীনাক্ষী। সানি দেওল, ঋষি কাপুরের মতো নায়কদের সঙ্গে তাঁর জুটিও ছিল জনপ্রিয়।
advertisement
3/7
তবে নায়িকা মন দিয়ে বসেন বলিউডের তৎকালীন প্রথম সারির গায়ককে। তিনি কুমার শানু। শোনা যায়, বহু দূর গড়িয়েছিল তাঁদের সম্পর্ক।
advertisement
4/7
কিন্তু মীনাক্ষী যখন শানুর জীবনে আসেন, তখন গায়ক বিবাহিত। অভিনেত্রীর সঙ্গে শানুর সম্পর্কের কথা জানতে পারেন তাঁর স্ত্রী।
advertisement
5/7
মীনাক্ষী যখন 'জুর্ম' ছবির শ্যুট করছেন, তখন শানুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গাঢ় হয়। তা নিয়ে গায়ক এবং তাঁর স্ত্রীর মধ্যে বিতণ্ডাও হয় প্রচুর।
advertisement
6/7
স্বামীর বিশ্বাসঘাতকতায় চরম আঘাত পেয়েছিলেন তিনি। শানুকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁর স্ত্রী। আলাদা হয়ে যান তাঁরা।
advertisement
7/7
কিন্তু শেষমেশ মীনাক্ষীর সঙ্গে শানুর সম্পর্ক টেকেনি। শানুর সঙ্গে বিচ্ছেদের পর হরিশ মাইসোর নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন মীনাক্ষী। এর পর বলিউড থেকে সরে যান তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Meenakshi Seshadri-Kumar Sanu Love Story: কুমার শানুর প্রেমে পাগল হিট নায়িকা! পরকীয়ার জেরে তছনছ হয় গায়কের সংসার, তার পর?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল