TRENDING:

Healthy Lifestyle: কোথায় প্রথম চুমু খান সঙ্গী? এর থেকেই বুঝতে পারবেন সম্পর্ক টিকবে নাকি শুধুই টাইম-পাস

Last Updated:
তাই কেউ আপনার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় নাকি শুধুই শরীর, তা বুঝতে পারবেন চুমু দেখেই।
advertisement
1/8
কোথায় প্রথম চুমু খান সঙ্গী? এর থেকেই বুঝতে পারবেন সম্পর্ক টিকবে নাকি টাইম-পাস
প্রেমের সবথেকে মধুর প্রকাশ চুমুতে। চুমুর অনেক প্রকারভেদ আছে। বিদায়ের চুমু, স্বাগতের চুমু, প্রেমের চুমু।
advertisement
2/8
আদরের সূচনা সবসময় চুম্বন দিয়েই হয়। কাজেই মিলনের জন্য চুমু অত্যন্ত শক্তিশালী মাধ্যম।
advertisement
3/8
সঙ্গী আপনার হাতে চুম্বন করছেন মানে তিনি আপনাকে বিশেষ, অনন্য এবং মূল্যবান বলেই মনে করেন। এই ভালোবাসার সম্মান জানানোর প্রতীক হিসেবেই হাতে চুম্বন। এই সংস্কৃতি ইউরোপীয় দেশ জাত
advertisement
4/8
কপালে বা মাথায় চুমুর মতোই পেটে চুম্বনের অর্থ হল আপনার সঙ্গী আপনার বিষয়ে চিন্তিত এবং প্রোটেক্টিভ এবং আপনার সঙ্গী পারস্পরিক বিশ্বাস বাড়াতে চাইছেন। ফোরপ্লে চলাকালীন এই সংবেদনশীল জায়গায় চুমু খেলে তা দু’জনের মধ্যে শক্তিশালী, অন্তরঙ্গ টানকেই প্রকাশ করে
advertisement
5/8
এই চুমুতে কোনও কাম নেই, এটি যৌনতার দিকেও এগোয় না। মৃদু এই চুম্বনের অর্থ আপনার সঙ্গীর আপনার প্রতি ভালোবাসা, যত্ন এবং আদর।
advertisement
6/8
এই চুমুতে কাম প্রকাশ পায়। যৌন ইঙ্গিত এবং আবেগপূর্ণ এই চুমু বেশিরভাগই যৌনতার দিকে এগিয়ে যায়।
advertisement
7/8
এর একটি অর্থ হতে পারে যে আপনার সঙ্গী গভীর সংযোগ এবং ঘনিষ্ঠতা থেকে দূরে থাকতে চায় আবার অনেকে মনে করেন এই ধরনের চুমু যৌন আগ্রহ এবং আকর্ষণ প্রকাশ করতেই ব্যবহার করা হয়।
advertisement
8/8
গালে প্লেটোনিক চুম্বন আপনার সঙ্গীর বিষণ্ণ মনকে আলোকোজ্জ্বল করতে পারে, আবার তেমনই কানের লতিতে চুম্বন কাম জাগিয়ে তোলে। তাই কেউ আরনার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় নাকি শুধুই শরীর, তা বুঝতে পারবেন চুমু দেখেই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Healthy Lifestyle: কোথায় প্রথম চুমু খান সঙ্গী? এর থেকেই বুঝতে পারবেন সম্পর্ক টিকবে নাকি শুধুই টাইম-পাস
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল