TRENDING:

২৮-এই বিধবা হন এই জনপ্রিয় অভিনেত্রী, লড়াই চালিয়ে গিয়েছেন, আজও শ্বশুর-শাশুড়ির আদরের মেয়ে

Last Updated:
২৮-এই বিধবা হন অভিনেত্রী। স্বামীকে হারিয়ে ময়ূরীর জীবন বদলে গিয়েছে। তবে দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেননি। বরং অভিনয়ে মন দিয়েছেন। ‘ইমলি’ ধারাবাহিকে তাঁর দুর্দান্ত অভিনয় আজও দর্শকদের মনে অমলিন।
advertisement
1/6
২৮-এই বিধবা হন এই জনপ্রিয় অভিনেত্রী, লড়াই চালিয়ে গিয়েছেন, আজও শ্বশুর-শাশুড়ির আদরের মেয়ে
ময়ূরী দেশমুখ। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। অনস্ক্রিন যতটা সফল, অফস্ক্রিনে তাঁর জীবন ততটাই বেদনাময়। যাঁর সঙ্গে সারাজীবন কাটানোর স্বপ্ন নিয়ে ঘর বেঁধেছিলেন, সেই সম্পর্ক টেঁকে মাত্র ৪ বছর। ২৮-এই বিধবা হন অভিনেত্রী। স্বামীকে হারিয়ে ময়ূরীর জীবন বদলে গিয়েছে। তবে দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেননি। বরং অভিনয়ে মন দিয়েছেন। ‘ইমলি’ ধারাবাহিকে তাঁর দুর্দান্ত অভিনয় আজও দর্শকদের মনে অমলিন। এই জনপ্রিয় মারাঠি অভিনেত্রী সবসময় প্রাণোচ্ছ্বল। কিন্তু তাঁর হাসিমুখের আড়ালে যে কতটা যন্ত্রণা লুকিয়ে আছে তা বুঝতে দেন না কাউকেই।
advertisement
2/6
ময়ূরীর বাবা প্রভাকর দেশমুখ ছিলেন সরকারি চাকরিজীবী, বদলির চাকরির কারণে ছেলেবেলা কেটেছে নানা শহরে ঘুরেঘুরে। নতুন নতুন জায়গায় পড়াশোনা করার সুবাদে তাঁর মানিয়ে নেওয়ার ক্ষমতাও অসাধারণ। সেই সময় থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক। এই সময়েই আশুতোষ ভাকরের সঙ্গে পরিচয় হয় ময়ূরীর। আশুতোষ মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। ময়ূরী নিজেও মারাঠি সিনেমায় বেশ জনপ্রিয় ছিলেন। তবে টিভি সিরিয়াল ‘ইমলি’ তাঁকে ঘরে ঘরে পরিচিতি এনে দেয়।
advertisement
3/6
২০১৬ সালে ময়ূরী ও আশুতোষ বিয়ে করেন। সুখেই কাটছিল জীবন। কিন্তু চার বছরের মাথায় এক মর্মান্তিক ঘটনায় সম্পর্কে ইতি পড়ে। ২০২০ সালে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন আশুতোষ। গোটা পরিবারে নেমে আসে শোকের ছায়া।
advertisement
4/6
ময়ূরীর জন্য এই ধাক্কা ছিল অকল্পনীয়। এক মুহূর্তে যেন সবকিছু বদলে যায়, ভেঙে যায় সাজানো সংসার। শ্বশুরবাড়ি থেকে শুরু করে তাঁর নিজের পরিবার - সবার মাথায় যেন বাজ পড়ে। সেই মুহূর্তে তাঁর মনে হয়েছিল, যেন পায়ের নিচের মাটি সরে গিয়েছে। স্বামীকে হারানোর পর একাই জীবন কাটাচ্ছেন ময়ূরী। অনেকেই ভেবেছিলেন, ময়ূরী হয়তো অভিনয় ছেড়ে দেবেন। কিন্তু তিনি কঠিন বাস্তব মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। অভিনয়ই হয়ে ওঠে তাঁর আত্মবিশ্বাস, তাঁর অন্তরের শক্তি।
advertisement
5/6
ইটাইমস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার জীবনে কোনও শূন্যতা নেই। তিনি এখনও আমার সঙ্গেই আছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, একাই এই জীবন কাটাব। প্রতিদিন নতুনভাবে বাঁচি। আর এখন আমার জন্য আশুতোষই যথেষ্ট। পরিবার নিয়ে সুখে আছি।’’
advertisement
6/6
ময়ূরী দেশমুখ শুধু একজন অভিনেত্রী নন, তিনি লড়াকু নারী, যিনি কষ্টকে সঙ্গী করেও জীবনকে নতুনভাবে বাঁচতে শিখেছেন। ময়ূরীর জীবন অনেকের কাছেই অনুপ্রেরণা। তিনি বলেন, ‘‘শ্বশুরবাড়ির লোকেরাও আমাকে খুব ভালবাসেন।’’
বাংলা খবর/ছবি/বিনোদন/
২৮-এই বিধবা হন এই জনপ্রিয় অভিনেত্রী, লড়াই চালিয়ে গিয়েছেন, আজও শ্বশুর-শাশুড়ির আদরের মেয়ে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল