ঝুঁকতে বাধ্য হল ‘পুষ্পা’! তিনদিনে ‘পুষ্পা ২’-কে পিছনে ফেলে দিল এই ছবি, দর্শকদের উন্মাদনা তুঙ্গে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Marco Box Office Collection: ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘মার্কো’। মালয়লম ছবি। মাত্র ৩ দিনে বাজেটের পয়সা উশুল। বক্সঅফিসে তোলপাড়।
advertisement
1/7

আকাশে বাতাসে এখন শুধু ‘পুষ্পা ২’। মারকাটারি অ্যাকশন, চোখা ডায়লগ, অল্লু অর্জুনের স্টাইল। কান পাতলেই শোনা যাচ্ছে, “ঝুঁকেগা নেহি…”। দেখেশুনে মনে হতে পারে, পুষ্পাকে টক্কর দেওয়ার মতো সিনেমা বুঝি এই ধরাধামে আর নেই। কিন্তু ওই যে, “তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে”।
advertisement
2/7
২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘মার্কো’। মালয়লম ছবি। মাত্র ৩ দিনে বাজেটের পয়সা উশুল। বক্সঅফিসে তোলপাড়। যে গতিতে ‘মার্কো’ এগোচ্ছে যেন বীরেন্দ্র শেহওয়াগের ব্যাটিং। রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আয়ের দিক থেকে পিছনে ফেলে দিয়েছে ‘পুষ্পা ২’-কে।
advertisement
3/7
স্যাকনিল্কের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির প্রথম দিন ‘মার্কো’ আয় করেছে ৪.৩ কোটি টাকা। এর মধ্যে মালয়লম ভাষা থেকে এসেছে ৪.২৯ কোটি, আর হিন্দি থেকে আয় ১ লক্ষ টাকা। দ্বিতীয় দিনে আয় হয়েছে ৪.৬৫ কোটি টাকা। এর মধ্যে মালয়লম থেকে ৪.৬৩ কোটি এবং হিন্দি থেকে ২ লাখ টাকা উঠেছে। তৃতীয় দিনে আয় হয়েছে ৫.২৫ কোটি টাকা। দেশ জুড়ে ‘মার্কো’র মোট ১৪.২০ টাকা আয় করেছে। বিশ্বব্যাপী গ্রেসিংয়ে ঘরে তুলেছে ৩০ কোটি টাকার বেশি।
advertisement
4/7
জানা গিয়েছে, ‘মার্কো’ তৈরি করতে খরচ হয়েছে ৩০ কোটি টাকা। তিনদিনেই পুরো টাকা উঠে এসেছে। এখন যা হচ্ছে পুরোটাই লাভ। এখন প্রশ্ন উঠতে পারে, তিনদিনে ৩০ কোটি আয় দিয়ে ‘পুষ্পা ২’-কে হারাল কী করে?
advertisement
5/7
আসলে তেলেগু, তামিল এবং হিন্দি ভাষায় বিপুল আয় করেছে ‘পুষ্পা ২’। কিন্তু কন্নড় ভাষায় মাত্র ৭.৩৬ কোটি এবং মালয়লম ভাষায় ১৪.০৩ কোটি টাকা তুলতে পেরেছে অল্লু অর্জুন অ্যান্ড কোং। আর ‘মার্কো’ মাত্র ৩ দিনেই মালয়লম ভাষায় ‘পুষ্পা ২’-এর চেয়ে বেশি আয় করেছে।
advertisement
6/7
দর্শকদের মধ্যেও উন্মাদনা তুঙ্গে। অনেকেই ‘মার্কো’কে ২০২৪ সালের সেরা সিনেমা আখ্যা দিচ্ছেন। হল থেকে বেরনোর পরেও ঘোর কাটছে না যেন। কেউ কেউ তো আবার ‘মার্কো’-কে আন্তর্জাতিক মানের সিনেমা বলতেও ছাড়ছেন না। প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরাও।
advertisement
7/7
‘মার্কো’ মূলত অ্যাকশন থ্রিলার। লেখক এবং পরিচালক হানিফ আদেনি। কিউবস এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবির প্রযোজক শরীফ মুহম্মদ। হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছে ‘মার্কো’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উন্নি মুকুন্দন। সঙ্গে রয়েছেন সিদ্দিক, জগদীশ, অভিমন্যু, শাম্মি থিলাকান, কবীর দুহান সিং, অ্যানসন পল, যুক্তি ত্রেজা এবং শ্রীজিত রবি। ‘মার্কো’ ২০১৯ সালের মালয়ালম ছবি 'মিখাইল'-এর স্পিন-অফ, এই ছবিরও পরিচালক ছিলেন হানিফ আদেনি।