Manoj Bajpayee Shabana Raza: হৃত্বিকের এই 'মিষ্টি' নায়িকা এখন কোথায়? সব উত্তর রয়েছে মনোজ বাজপেয়ীর কাছে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Manoj Bajpayee Shabana Raza: কোথায় অভিনেত্রী নেহা? নাকি তাঁর নাম শাবানা? সব উত্তর আসলে রয়েছে সুপারস্টার মনোজ বাজপেয়ীর কাছে।
advertisement
1/11

বলিউডের এক মিষ্টি মুখের নায়িকা। দেখলেই ভাল লাগে দর্শকের। কখনও তিনি হয়েছেন হৃত্বিক রোশনের নায়িকা, কখনও আবার ববি দেওলের। তবে দীর্ঘ বছর স্ক্রিনে তাঁর কোনও দেখা নেই। কোথায় অভিনেত্রী নেহা? নাকি তাঁর নাম শাবানা? সব উত্তর আসলে রয়েছে সুপারস্টার মনোজ বাজপেয়ীর কাছে।
advertisement
2/11
মনোজ বাজপেয়ী বলিউডের অন্যতম সেরা অভিনেতাদের অন্যতম। বিহার থেকে দিল্লি, পরে মুম্বইতে গিয়ে মনোজের জীবনের অভিনেতা হয়ে ওঠার গল্প অনেকেরই কম-বেশি জানা। তবে অভিনেতার ব্যক্তিগত জীবনের এক গোপন রহস্য বেশিরভাগই জানেন না যে, মনোজ বাজপেয়ী দু'বার বিয়ে করেছেন।
advertisement
3/11
১৯৯৪ সালে দ্রোহকাল ও ব্যান্ডিট কুইন-এর মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন মনোজ। তবে দর্শকমনে পরিচয় ও ভালোবাসা পেতে তার পর চার বছর কেটে যায় মনোজের জীবনের। সত্যা ছবিতে ভিখু মাতরের চরিত্র রাতের মধ্যে সুপারস্টার তৈরি করে মনোজকে।
advertisement
4/11
মনোজ বাজপেয়ীর বর্তমান স্ত্রী শাবানা রাজা। তাঁকে বেশিরভাগই চেনেন নেহা নামে। এবং অদ্ভুত বিষয় হল নেহা নিজেও বলিউডের একজন অভিনেত্রী। হৃত্বিক রোশনের সঙ্গে ফিজা, ববি দেওলের সঙ্গে করিব-এর মতো অসংখ্য হিট ছবিতে কাজ করেছেন তিনি। তবে এখন এই মিষ্টিমুখের নায়িকা কোথায়?
advertisement
5/11
২০০৬ সালে বিয়ে করেন মনোজ বাজপেয়ী ও শাবানা ওরফে নেহা। তাঁদের ২০১১ সালে কন্যাসন্তান হয়, নাম আভা নাইলাহ।
advertisement
6/11
১৯৯৮ সালে শাবানা রাজা ওরফে নেহার প্রথম ছবি মুক্তি পেয়েছিল ববি দেওলের সঙ্গে 'করিব' ছবিতে। হোগি প্যায়ার কি জিত, ফিজা ছবিতেও কাজ করেছেন তিনি। 'করিব' মুক্তির পর প্রথম দেখা হয়েছিল মনোজ ও শাবানার। সেই বছরই ওই একই সময় মনোজের 'সত্যা' মুক্তি পেয়েছিল।
advertisement
7/11
অনেকেই হয়তো জানেন না, শাবানা রাজা কখনও কোনও ধর্মকে আলাদা ভাবে দেখেননি।
advertisement
8/11
কেরিয়ারের তাগিদে একপ্রকার বাধ্য হয়ে নাম বদলে রাজি হতে হয়েছিল তাঁকে। অনেক বছর পর নিজের প্রকৃত পরিচয় ফিরে পান তিনি।
advertisement
9/11
তবে একমাত্র সন্তানের জন্মের পর স্বেচ্ছায় অভিনয় থেকে বিরতি নেন তিনি।
advertisement
10/11
মনোজ বাজপেয়ী শাবানাকে বিয়ে করার আগে দিল্লিতে থাকাকালীন একটি মেয়ের সঙ্গে বিয়ে করেছিলেন মনোজ। তবে জানা যায়, সেই বিয়ে বেশিদিন টেঁকেনি। মাত্র দু'মাসের মধ্যেই ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের।
advertisement
11/11
সম্প্রতি শোনা গিয়েছে দীর্ঘ ১৫ বছর পর শোবিজে ফিরেছেন শাবানা। মনোজ বাজপেয়ীর ১০০ তম ছবি ভাইয়াজি-তে অভিনয় করেছেন শাবানা রাজা।