Manisha Koirala: সারা শরীরে নল! ন্যাড়া মাথা! ক্যান্সারই অভিশাপ। মণীষা কৈরালা জানালেন জীবনের কঠিন লড়াইয়ের কথা
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Manisha Koirala: মণীষা যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে সারা শরীরে নল ঢোকানো। মাথায় চুল নেই।
advertisement
1/5

মণীষা কৈরালা। ৮০ ও ৯০-এর দশকে মণীষা কৈরালা একাই মাতিয়েছেন বলিউড। শাহরুখ খান থেকে শুরু করে অনিল কাপুর সকলের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। 'দিল সে' হোক বা 'মন' কিংবা '১৯৪২ লাভ স্টোরি' সবেতেই নজর কেড়েছিলেন তিনি। তাঁর হাসিতে মাতাল গোটা দুনিয়া। কিন্তু ২০১২ সালের পর থেকে বদলে যায় তাঁর জীবন। photo source Instagram
advertisement
2/5
২০১২তে ক্যান্সার আক্রান্ত হন মণীষা কৈরালা। এর পর তিনি একেবারে সরে যান বলিউড থেকে। কোথাও কোনও সিনেমাতেই তাঁকে আর দেখা যায় না। ক্যান্সার তাঁর জীবনে অভিশাপ হয়ে উঠেছে। ওভারিতে ক্যান্সার ধরা পড়ে নায়িকার। এর পর টানা ছ'মাস আমেরিকায় থাকতে হয় চিকিৎসার জন্য। photo source Instagram
advertisement
3/5
২০১৫ সালে ক্যান্সার মুক্ত হন মণীষা। তিনি জানেন এই লড়াই কতটা কঠিন। সে সময় মণীষার মাথার সব চিল পড়ে যায়। সেই সব দিনের ছবি শেয়ার করেছেন নায়িকা ইনষ্টাতে। তিনি সকল ক্যান্সার আক্রান্তদেরকে তাঁদের লড়াইয়ের জন্য কুর্নিশ জানালেন সোশ্যাল মিডিয়ায়। photo source Instagram
advertisement
4/5
মণীষা যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে সারা শরীরে নল ঢোকানো। মাথায় চুল নেই। কিন্তু প্রতিটি ছবিতেই রয়েছে হাসি। এই হাসির জোড়েয় ক্যান্সারকে হারিয়েছেন নায়িকা। photo source Instagram
advertisement
5/5
নিজের জীবনের ছবি পোস্ট করে তিনি লিখলেন, "সেই সব মানুষকে সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই, যাঁরা ক্যানসারের মতো রোগের সঙ্গে লড়াই করছেন। ভালবাসা জানাই সকলকে। আমি জানি, এই যাত্রা বড্ড কঠিন, কিন্তু আপনি তাঁর থেকেও কঠিন, শক্তিশালী।"photo source Instagram