Manisha Koirala: 'মণীষা কৈরালা প্রয়াত', মহেশ ভাটের লেখায় তোলপাড় বলিউড! অবিশ্বাস্য এক কাহিনি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Manisha Koirala: মণীষা কৈরালা মারা গিয়েছেন। কিন্তু মণীষা তো আজও সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছেন। ছবি করছেন। তাহলে কেন এমন খবর?
advertisement
1/9

খামোশি, দিল সে, সওদাগর, ক্রিমিনাল-এর মতো ছবির সুপারহিট নায়িকা মণীষা কৈরালা। বলিউডের একমাত্র নেপালি অভিনেত্রী দাপিয়ে অভিনয় করে দর্শকের মনে জায়গা করেছেন। মাঝে মারণ ক্যানসারে আক্রান্ত হয়েও লড়াইয়ে সফল হয়েছেন।
advertisement
2/9
মণীষা কৈরালাকে নিয়ে একটি খবরে তোলপাড় পড়েছিল বলিউডে। তবে সম্প্রতি নয়, ১৯৯৪ সালে। জানা গিয়েছিল, মণীষা কৈরালা মারা গিয়েছেন। কিন্তু মণীষা তো আজও সুস্থ স্বাভাবিক জীবন কাটাচ্ছেন। ছবি করছেন।
advertisement
3/9
তাহলে কেন এই খবর? এই খবর রটিয়েছিলেন বিখ্যাত পরিচালক, আলিয়া ভাটের বাবা মহেশ ভাট।
advertisement
4/9
এই ঘটনাটি ঘটেছিল ঠিক মণীষা, নাগার্জুন ও রম্যা কৃষ্ণনের ছবি ক্রিমিনাল মুক্তির আগে। কী হয়েছিল জানলে কাঁটা দেবে আপনার। এমনও করতে পারেন কেউ, হতবাক হয়েছিল গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দেশ।
advertisement
5/9
ছবির প্রচার কৌশল ও গল্প নিয়ে বরাবরই অভিনবত্ব রাখেন পরিচালক মহেশ ভাট। বলিউডে অসংখ্য সুপারহিট ছবিক পরিচালক তখন তাঁর আসন্ন ছবি ক্রিমিনাল-এর জন্য প্রচারের কাজ করছিলেন। সেই সময় ভাই মুকেশের সঙ্গে আলোচনা করে মণীষাকে 'মেরে' ফেলেছিলেন তাঁরা।
advertisement
6/9
ছবির প্রচার কৌশল হিসেবে একটি বিজ্ঞাপন ছাপিয়ে লিখেছিলেন, 'প্রয়াত মণীষা কৈরালা'। স্বাভাবিক ভাবেই তোলপাড় পড়েছিল বলিউড ও মণীষার ভক্তকূলে।
advertisement
7/9
ছবিতে শ্বেতা কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন মণীষা। গল্পের প্লটে মৃত্যু হয় শ্বেতার। সেই প্রসঙ্গকে হাতিয়ার করে ক্রিমিনাল ছবির প্রচার কৌশলে মণীষাকেই মৃত বলে উল্লেখ করে বিজ্ঞাপন ছাপান আলিয়া ভাটের পরিচালক বাবা মহেশ ভাট।
advertisement
8/9
মজার বিষয় হল, এই বিজ্ঞাপনের কথা জানতেন না খোদ ছবির নায়িকা মণীষাও। ফলে তিনিও হতবাক হয়েছিলেন। যদিও ছবির 'তু মিলে দিল খিলে' গানটি বাদে আর কিছুই দর্শকের মনে সাড়া ফেলেনি। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। নেগেটিভ পাবলিসিটি করেও লাভ হয়নি ভাটদের।
advertisement
9/9
সম্প্রতি ইন্ডিয়ান আইডল ১৪-র মঞ্চে অতিথি হিসেবে এসে এই কাহিনি খোদ শেয়ার করেছেন মহেশ ভাট নিজেই। জানিয়েছেন, সেই সময় এমন কাণ্ড করার জন্য তীব্র সমালোচিত হয়েছিলেন তিনি।