Malaika Arora: অর্জুনের সঙ্গে ব্রেক-আপের চর্চায় মালাইকা, ফটোশ্যুট অবশ্য অন্য কথা বলছে!
- Published by:Raima Chakraborty
Last Updated:
চার বছর ধরে বলিউডের নতুন আকর্ষণীয় জুটির তকমা পেয়েছিলেন মালাইকা অরোরা (Malaika Arora) ও অর্জুন কাপুর।
advertisement
1/11

গত চার বছর ধরে বলিউডের নতুন আকর্ষণীয় জুটির তকমা পেয়েছিলেন মালাইকা অরোরা (Malaika Arora) ও অর্জুন কাপুর। তবে বলিউডে জোর গুঞ্জন, দীর্ঘ চার বছরের মাখো-মাখো প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা (Malaika Arora Arjun Kapoor Break Up)।
advertisement
2/11
যদিও মালাইকার সাম্প্রতিক ফটোশ্যুট দেখে সে সব সম্পর্কের টানাপড়েন বোঝার উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নায়িকার সব ছবি।
advertisement
3/11
শিমারি সোনালি ও হাল্কা গোলাপির আভাযুক্ত লম্বা ওয়ান শোল্ডার গাউন পরেছেন মালাইকা।
advertisement
4/11
৪৮-এর মালাইকার শরীরী বিভঙ্গে মাত নেটদুনিয়া।
advertisement
5/11
গলার বিউটি-বোনস অর্থাৎ হাড় দেখিয়ে ফটোশ্যুট নায়িকার।
advertisement
6/11
পোশাকের সঙ্গে ম্যাচিং করে খুবই হাল্কা গয়না পরেছেন মালাইকা।
advertisement
7/11
মেটালিক স্পোকি চোখের মেক-আপে নজর কেড়েছেন নায়িকা।
advertisement
8/11
কালো লং ড্রেসে নজরকাড়া মালাইকা অরোরা।
advertisement
9/11
কখনও আবার ল্যাটেক্স ড্রেসে চোখ টানছেন তিনি।
advertisement
10/11
স্যাটিং ড্রেসে পোজ দিয়েছেন মালাইকা।
advertisement
11/11
হলুদ ড্রেসেও ভাইরাল নায়িকার ছবি।