Maheep Kapoor: মালাইকার চেয়ে বয়সে ছোট অর্জুনের কাকিমা, বলিউডে ফ্লপ খেয়ে এখন শাহরুখের ছবির গয়না ডিজাইনার কোটি কোটির মালকিন!
- Published by:Raima Chakraborty
Last Updated:
Maheep Kapoor: বিয়ের আগে শোবিজের জগতে পা রেখেছিলেন মহীপ। ইলা অরুণের মিউজিক ভিডিও 'নিগোড়ি কইসি জওয়ানি হ্যায়'-তে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
1/13

গত বছর নেটফ্লিক্সে বলিউডের বড়লোক স্ত্রীদের জীবনের গল্প হিট হয়েছিল করণ জোহরের দৌলতে। সেখানেই একজন ছিলেন মহীপ কাপুর। তাঁর জীবনের গল্প শুনলে চমকে যাবেন যে কেউ।
advertisement
2/13
বনি-অনিলের ছোট ভাই সঞ্জয় কাপুরের স্ত্রী মহীপ। বিয়ের আগে ছিলেন মহীপ সান্ধু। অস্ট্রেলিয়াতে পড়াশোনা, বড় হওয়া। ফ্যাশন ও জুয়েলারি ডিজাইনে দক্ষহস্ত।
advertisement
3/13
বিয়ের আগে শোবিজের জগতে পা রেখেছিলেন মহীপ। ইলা অরুণের মিউজিক ভিডিও 'নিগোড়ি কইসি জওয়ানি হ্যায়'-তে দেখা গিয়েছিল তাঁকে। ১৯৯৪ সালে ইলা অরুণের ভিডিওটি মুক্তি পেয়েছিল। একেবারে ছিপছিপে সেই তরুণীই পরে সঞ্জয় কাপুরের স্ত্রী হন।
advertisement
4/13
তাছাড়াও রাজকুমারের ছেলে পানিনি রাজকুমারের সঙ্গে অভিনয় করেছিলেন 'শিবম' ছবিতে। কিন্তু সেই মিউজিক ভিডিওতে তিনি আলাদা পরিচিতি পাননি। পরে ছবিটিও মুক্তি পায়নি।
advertisement
5/13
১৫ বছরের মহীপ বিয়ে করেছিলেন বলিউডের বিগ শট ৩২ বছরের সঞ্জয় কাপুরকে। পরে অভিনয় থেকে সরে গিয়ে গয়না ডিজাইনার হিসেবে ব্যবসা শুরু করেন। এখন কোটি কোটি টাকার মালকিন।
advertisement
6/13
দ্বিগুণ বয়সের সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে করেছিলেন মহীপ। ১৯৮২ সালে জন্ম মহীপের, বিয়ে করেছিলেন ১৯৯৭ সালে। সঞ্জয় কাপুর জন্মেছেন ১৯৬৫ সালে।
advertisement
7/13
নায়িকারা তাঁর ডিজাইন করা গয়না পরেন। তালিকায় রয়েছেন তাঁরই ভাইপো অর্জুন কাপুরের প্রেমিকা মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, দিয়া মির্জারা।
advertisement
8/13
সত্যানি ফাইন জুয়েলসের মালকিন মহীপের দুই ছেলেমেয়ে। মেয়ে শানায়া কাপুর বলিউডে পা রাখতে তৈরি। যদিও ছেলে জাহান এসব থেকে এখনও দূরে।
advertisement
9/13
২০০৭ সালে শাহরুখ খানের ওম শান্তি ও, ২০০৬ সালে কভি আলবিদা না কেহনা-তে জুয়েলারি ডিজাইন করেছিলেন।
advertisement
10/13
এছাড়াও বান্দ্রা ১৯০ নামে একটি বুটিক রয়েছে মহীপের। সেখানে তাঁর পার্টনার শাহরুখ-পত্নী গৌরী খান ও সোহেল খানের স্ত্রী সীমা সচদেব।
advertisement
11/13
৩৮ বছরের মহীপ বরাবরই ফ্যাশন ও ফিগারে মাত করেছেন দর্শককে। নায়কের স্ত্রী হয়েও আলাদা করে দর্শকমনে জায়গা করে ফেলেছেন।
advertisement
12/13
মালাইকার বয়স এখন ৪৯, তিনি মহীপের ভাইপো অর্জুন কাপুরের প্রেমিকা। মহীপের এখন বয়স ৪০। অর্জুন ৩৭।
advertisement
13/13
মডেল, সুন্দরী প্রতিযোগিতা থেকে অভিনয় সব জায়গাতেই চেষ্টা করেছিলেন মহীপ। তবে সাফল্য পাননি। এবার তাঁর মেয়ে শানায়ার অভিষেক হবে করণ জোহরের ছবি বেধড়ক-এ। মেয়ে শানায়ার অভিষেক নিয়েও দারুণ উচ্ছ্বসিত মহীপ।