TRENDING:

Maheep Kapoor: মালাইকার চেয়ে বয়সে ছোট অর্জুনের কাকিমা, বলিউডে ফ্লপ খেয়ে এখন শাহরুখের ছবির গয়না ডিজাইনার কোটি কোটির মালকিন!

Last Updated:
Maheep Kapoor: বিয়ের আগে শোবিজের জগতে পা রেখেছিলেন মহীপ। ইলা অরুণের মিউজিক ভিডিও 'নিগোড়ি কইসি জওয়ানি হ্যায়'-তে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
1/13
বলিউডে ফ্লপ খেয়ে এখন শাহরুখের ছবির গয়না ডিজাইনার কোটি কোটির মালকিন!
গত বছর নেটফ্লিক্সে বলিউডের বড়লোক স্ত্রীদের জীবনের গল্প হিট হয়েছিল করণ জোহরের দৌলতে। সেখানেই একজন ছিলেন মহীপ কাপুর। তাঁর জীবনের গল্প শুনলে চমকে যাবেন যে কেউ।
advertisement
2/13
বনি-অনিলের ছোট ভাই সঞ্জয় কাপুরের স্ত্রী মহীপ। বিয়ের আগে ছিলেন মহীপ সান্ধু। অস্ট্রেলিয়াতে পড়াশোনা, বড় হওয়া। ফ্যাশন ও জুয়েলারি ডিজাইনে দক্ষহস্ত।
advertisement
3/13
বিয়ের আগে শোবিজের জগতে পা রেখেছিলেন মহীপ। ইলা অরুণের মিউজিক ভিডিও 'নিগোড়ি কইসি জওয়ানি হ্যায়'-তে দেখা গিয়েছিল তাঁকে। ১৯৯৪ সালে ইলা অরুণের ভিডিওটি মুক্তি পেয়েছিল। একেবারে ছিপছিপে সেই তরুণীই পরে সঞ্জয় কাপুরের স্ত্রী হন।
advertisement
4/13
তাছাড়াও রাজকুমারের ছেলে পানিনি রাজকুমারের সঙ্গে অভিনয় করেছিলেন 'শিবম' ছবিতে। কিন্তু সেই মিউজিক ভিডিওতে তিনি আলাদা পরিচিতি পাননি। পরে ছবিটিও মুক্তি পায়নি।
advertisement
5/13
১৫ বছরের মহীপ বিয়ে করেছিলেন বলিউডের বিগ শট ৩২ বছরের সঞ্জয় কাপুরকে। পরে অভিনয় থেকে সরে গিয়ে গয়না ডিজাইনার হিসেবে ব্যবসা শুরু করেন। এখন কোটি কোটি টাকার মালকিন।
advertisement
6/13
দ্বিগুণ বয়সের সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে করেছিলেন মহীপ। ১৯৮২ সালে জন্ম মহীপের, বিয়ে করেছিলেন ১৯৯৭ সালে। সঞ্জয় কাপুর জন্মেছেন ১৯৬৫ সালে।
advertisement
7/13
নায়িকারা তাঁর ডিজাইন করা গয়না পরেন। তালিকায় রয়েছেন তাঁরই ভাইপো অর্জুন কাপুরের প্রেমিকা মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, দিয়া মির্জারা।
advertisement
8/13
সত্যানি ফাইন জুয়েলসের মালকিন মহীপের দুই ছেলেমেয়ে। মেয়ে শানায়া কাপুর বলিউডে পা রাখতে তৈরি। যদিও ছেলে জাহান এসব থেকে এখনও দূরে।
advertisement
9/13
২০০৭ সালে শাহরুখ খানের ওম শান্তি ও, ২০০৬ সালে কভি আলবিদা না কেহনা-তে জুয়েলারি ডিজাইন করেছিলেন।
advertisement
10/13
এছাড়াও বান্দ্রা ১৯০ নামে একটি বুটিক রয়েছে মহীপের। সেখানে তাঁর পার্টনার শাহরুখ-পত্নী গৌরী খান ও সোহেল খানের স্ত্রী সীমা সচদেব।
advertisement
11/13
৩৮ বছরের মহীপ বরাবরই ফ্যাশন ও ফিগারে মাত করেছেন দর্শককে। নায়কের স্ত্রী হয়েও আলাদা করে দর্শকমনে জায়গা করে ফেলেছেন।
advertisement
12/13
মালাইকার বয়স এখন ৪৯, তিনি মহীপের ভাইপো অর্জুন কাপুরের প্রেমিকা। মহীপের এখন বয়স ৪০। অর্জুন ৩৭।
advertisement
13/13
মডেল, সুন্দরী প্রতিযোগিতা থেকে অভিনয় সব জায়গাতেই চেষ্টা করেছিলেন মহীপ। তবে সাফল্য পাননি। এবার তাঁর মেয়ে শানায়ার অভিষেক হবে করণ জোহরের ছবি বেধড়ক-এ। মেয়ে শানায়ার অভিষেক নিয়েও দারুণ উচ্ছ্বসিত মহীপ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Maheep Kapoor: মালাইকার চেয়ে বয়সে ছোট অর্জুনের কাকিমা, বলিউডে ফ্লপ খেয়ে এখন শাহরুখের ছবির গয়না ডিজাইনার কোটি কোটির মালকিন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল