TRENDING:

Uttam Kumar AI: এ কোন মহানায়ক! কমে গিয়েছে বয়স, ঝলমলে অভিব্যক্তি! উত্তম কুমারের নয়া ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড়

Last Updated:
Uttam Kumar Viral AI Image: উত্তম কুমারের এই ছবিগুলিতে তাঁকে নানা পোশাকে দেখা গিয়েছে। কোথায় নীল স্যুটে, কোথাও সাদা। কোথাও আবার নবপ্রজন্মের পোশাকে, যা নজর কেড়েছে সবার। উত্তম কুমার।
advertisement
1/11
এ কোন মহানায়ক!কমেছে বয়স, ঝলমলে অভিব্যক্তি!উত্তম কুমারের নয়া ছবিতে নেটদুনিয়ায় ঝড়
*পেশায় দিল্লির একটি কেন্দ্রীয় সংস্থার কৃষিবিদ্যার গবেষক। একেবারেই নিজের শখেই পয়ব্রত রায় মাসখানেক আগে শুরু করেছিলেন নানা বিষয়ের ওপরে ছবি বানাতে। সেই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছেন মহানায়ক উত্তম কুমার। যিনি আরও বাঙালির মননে। বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। ছবি সৌজন্যেঃ পয়ব্রত রায়। 
advertisement
2/11
*উত্তম কুমার বেঁচে থাকলে কেমন হত তাঁকে দেখতে, তা নিয়ে জল্পনার শেষ ছিল না। কিন্তু বেশি বয়সে কেমন দেখতে হত, তা না বানিয়ে পয়ব্রত বানিয়েছেন উত্তম কুমারের একেবারে কম বয়সের ছবি। উত্তম কুমার। ছবি সৌজন্যেঃ পয়ব্রত রায়। 
advertisement
3/11
*AI কল্পনায় আঁকা মহানায়কের ছবি বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উত্তম কুমারের নামেই তরুণী হৃদয় উদ্বেলিত হত, এ বারে তিনি আরও সুদর্শন। আলো ঝলমলে নায়কের এমন অবতারে আজ মুগ্ধ আট থেকে আশি। উত্তম কুমার। ছবি সৌজন্যেঃ পয়ব্রত রায়। 
advertisement
4/11
*ছবির নেপথ্যের কারিগর মাসখানেক ধরে দুর্ঘটনায় আহত হয়ে ঘরবন্দি। সেই সময়কেই নিছক সময় অতিবাহিত করার জন্য মজার চলে বানাচ্ছিলেন নানা বিষয়ের ওপরে ছবি। আর সেই সব ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করছিলেন। মহানায়কের ছবিও ছিল সেই তালিকায়। উত্তম কুমার। ছবি সৌজন্যেঃ পয়ব্রত রায়। 
advertisement
5/11
*পয়ব্রত বলেন, 'দুর্ঘটনার পরে সময় কাটাতেই ছবি বানাচ্ছিলাম। বুঝতেই পারিনি এ ভাবে সকলে আমার কাজের প্রতি আকৃষ্ট হবেন। একেবারেই আমার কাজের বাইরের একটা কাজ করে এমন স্বীকৃতি বড় পাওনা। আরও বেশ কিছু ছবি আসবে, আশা করি সেগুলোও সকলের মন জয় করে নেবে।" উত্তম কুমার। ছবি সৌজন্যেঃ পয়ব্রত রায়। 
advertisement
6/11
*AI কল্পনায় আঁকা মহানায়কের ছবি বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। উত্তম কুমারের নামেই তরুণী হৃদয় উদ্বেলিত হত, এ বারে তিনি আরও সুদর্শন। আলো ঝলমলে নায়কের এমন অবতারে আজ মুগ্ধ আট থেকে আশি। উত্তম কুমার। ছবি সৌজন্যেঃ পয়ব্রত রায়। 
advertisement
7/11
*এ দিন সকাল থেকে ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই চোখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার কল্পনায় রূপ পাওয়া বাঙালির প্রিয় নায়ককে। যে রূপে মুগ্ধ সবাই। উত্তম কুমার। ছবি সৌজন্যেঃ পয়ব্রত রায়। 
advertisement
8/11
*সম্প্রতি একাধিক অভিনেতা-অভিনেত্রীদের AI ছবি সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। কিছুদিন আগে হলিউড ছবি বার্বি সিনেমার আদলে AI কল্পনায় উত্তম কুমার, সুচিত্রা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায়য়ের ছবি ভাইরাল হয়েছিল। উত্তম কুমার। ছবি সৌজন্যেঃ পয়ব্রত রায়। 
advertisement
9/11
*উত্তম কুমারের এই ছবিগুলিতে তাঁকে নানা পোশাকে দেখা গিয়েছে। কোথায় নীল স্যুটে, কোথাও সাদা। কোথাও আবার নবপ্রজন্মের পোশাকে, যা নজর কেড়েছে সবার। উত্তম কুমার। ছবি সৌজন্যেঃ পয়ব্রত রায়। 
advertisement
10/11
*প্রসঙ্গত, ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন উত্তম কুমার। আসল নাম অরুণকুমার চট্টোপাধ্যায়। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা অভিনেতা হিসাবে বিবেচনা করা হয় তাঁকে। তাই তিনি মহানায়ক। উত্তম কুমার। ছবি সৌজন্যেঃ পয়ব্রত রায়। 
advertisement
11/11
*সপ্তপদী, অগ্নিপরীক্ষা, অ্যান্টনি ফিরিঙ্গি, নায়ক, চৌরঙ্গী, চিড়িয়াখানা, সন্ন্যাসী রাজা, হারানো সুর-এর উত্তমকুমারের কালজয়ী সিনেমা। ১৯৭৫ সালে ভারত সরকার তাঁকে মহানায়ক সম্মান দেয়। জীবনকালে পেয়েছেন জাতীয় পুরস্কার, ফিল্ম ফেয়ার, বিএফজেএ পুরস্কার। ১৯৮০ সালের ২৭ জুলাই মারা যান উত্তম কুমার। উত্তম কুমার। ছবি সৌজন্যেঃ পয়ব্রত রায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Uttam Kumar AI: এ কোন মহানায়ক! কমে গিয়েছে বয়স, ঝলমলে অভিব্যক্তি! উত্তম কুমারের নয়া ছবিতে সোশ্যাল মিডিয়ায় ঝড়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল