TRENDING:

Bollywood Actress Fight: মাধুরী-শ্রীদেবীর 'কাঁটে কা টক্কর'! একে অপরের মুখও দেখতেন না, এতদিন পর শ্রীদেবীকে নিয়ে 'গোপন' খবর ফাঁস করলেন মাধুরী

Last Updated:
Madhuri-Sridevi: ৯এর দশকে এই দুই নায়িকার রেষারেষি ছিল অন্যতম খবর৷ এতদিন পর সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন মাধুরী দীক্ষিত৷
advertisement
1/5
একে অপরের মুখ দেখতেন না, এতদিন পর শ্রীদেবীকে নিয়ে 'গোপন' খবর ফাঁস মাধুরীর
৯এর দশকে যে দুই অভিনেত্রী যাঁরা বলিউডে রাজত্ব করেছেন তাঁরা হলেন মাধুরী দীক্ষিত এবং শ্রীদেবী৷ বলিউড নায়িকাদের মধ্যে তাঁরাই ছিলেন সেরা৷ তবে এই দুই নায়িকা একে অপরের মুখ দেখতেন না, এমনই গুঞ্জন৷ এতটাই নাকি বাড়াবাড়ি ছিল সেই মতানৈক্য যে এক মেকআপ আর্টিস্টের কাছেও তাঁরা নাকি মেকআপ পর্যন্ত করতেন না৷ এমনই ছিল প্রতিদ্বন্দ্বিতা৷ ৯এর দশকে এই দুই নায়িকার রেষারেষি ছিল অন্যতম খবর৷ এতদিন পর সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন মাধুরী দীক্ষিত৷
advertisement
2/5
গুজব ছিল যে তাঁরা দু’জনে চূড়ান্ত প্রতিযোগিতার মধ্যে ছিলেন৷ কে হবেন বলিউডের শীর্ষে নায়িকা? সেই সময় তাই নিয়ে চলত চুলচেরা বিশ্লেষণ৷ মাধুরী মুখ খোলাতে অনেক বিষয় স্পষ্ট হল৷ মাধুরী দীক্ষিত স্বীকার করেছেন যে তিনি এবং শ্রীদেবী কখনই এক সঙ্গে কাজ করার সুযোগ পাননি কারণ সেভাবে কখনওই কোনও নায়িকা বাছা হত না৷
advertisement
3/5
তবে শ্রীদেবীর প্রতি তাঁর সর্বদা অগাধ শ্রদ্ধা এবং প্রশংসা ছিল, জানান বলিউডের ধকধক গার্ল৷ মাধুরী দীক্ষিত বলেন, 'আমরা একে অপরকে অনেক সম্মান করতাম এবং প্রশংসা করতাম। একজন অভিনেত্রী হিসেবে তাঁর প্রতি আমার শ্রদ্ধা ছিল, কারণ তিনি অনেক ভাষায় কাজ করেছেন, এবং সেগুলিতে তিনি সফল ছিলেন। আমরা কখনই একসঙ্গে কাজ করিনি। একটি ছবিতে একসঙ্গে ছিলাম যা আমরা অনেক আগে করেছি, কিন্তু তারপরেও আমাদের একসঙ্গে কোনও সিন ছিল না। আমাদের পথ সত্যিই সেই অর্থে অতিক্রম করেনি।
advertisement
4/5
শ্রীদেবী ও মাধুরী দীক্ষিত বনি কাপুর ও শ্রীদেবী প্রযোজিত 'পুকার' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। পুকার ছবির প্রযোজক ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর৷ যাইহোক, অভিনেত্রী জানান যে তাঁদের সেটেও কখনও একসঙ্গে কাজের সুযোগ হয়নি। তিনি বলেন,'পুকার তৈরি হয়েছে বনিজির প্রযোজনায়। তিনি সেই ছবির প্রযোজক ছিলেন। আমাদের মধ্যে খুব বেশি কথোপকথনের সুযোগ হয়নি, কারণ তিনি তাঁর কাজ করছিলেন এবং আমি আমার কাজ করছিলাম। আমরা আসলে বেশি কথা বলার সুযোগ পাইনি।
advertisement
5/5
মাধুরী দীক্ষিত বর্তমানে আনিজ বাজমির ছবি 'ভুল ভুলাইয়া ৩'-এর সাফল্য উপভোগ করছেন, যেখানে তাঁর একটি খুব আকর্ষণীয় ভূমিকা রয়েছে। ছবিতে প্রথমবারের মতো এমন চরিত্রে অভিনয় করেছেন তিনি। কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি এবং বিদ্যা বালানও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress Fight: মাধুরী-শ্রীদেবীর 'কাঁটে কা টক্কর'! একে অপরের মুখও দেখতেন না, এতদিন পর শ্রীদেবীকে নিয়ে 'গোপন' খবর ফাঁস করলেন মাধুরী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল