TRENDING:

ওহ লাভলি! 'মিস বনিতা’-তে লাল শাড়ি সুন্দরীদের পাশে হলুদ পাঞ্জাবিতে ramp মাতালেন মদন মিত্র, রইল ফটো

Last Updated:
নারীর আসল সৌন্দর্য্য ও বুদ্ধিমত্তাকে সামনে নিয়ে এল ' সৌন্দর্য প্রতিযোগিতা.…. গ্র্যান্ড ফিনালেতে
advertisement
1/6
লাল শাড়ি সুন্দরীদের পাশে হলুদ পাঞ্জাবিতে ramp মাতালেন মদন মিত্র, রইল ফটো
কলকাতা:  ramp শহরের সেরা মডেলদের সঙ্গে হেঁটে তাক লাগিয়ে দেন মদন মিত্র। নারীর সৌন্দর্য ও বুদ্ধিমত্তাকে তুলে ধরার জন্য বরাবরই এ শহর এগিয়ে। নানা সময় নানা প্রতিযোগিতার মধ্যে দিয়ে কলকাতা প্রমাণ করেছে বিউটি অ্যান্ড ব্রেনের সহাবস্থান।
advertisement
2/6
কলকাতা থেকে উঠে এসেছে বহু বাঙালি মডেল যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। মুম্বাইয়ে মডেলিং ইন্ডাস্ট্রি থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। সম্প্রতি শহরে অনুষ্ঠিত হল সেরকমই একটি বিউটি কনটেস্ট। দীর্ঘ বাছাইয়ের পর অবশেষে গ্র্যান্ড ফিনালেতে পাওয়া গেল তিন প্রতিভাময়ী নারীকে।
advertisement
3/6
বর্তমানে শহরে বিভিন্ন ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা হয়ে থাকে। কোথাও প্রতিযোগীর বুদ্ধিমত্তা আবার কোথাও তীক্ষ্ণ জ্ঞান পরিমাপের ওপর প্রতিযোগী বাছাই হয়ে থাকে। এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিভার খোঁজে "মিস বনিতা'২০২৩" । মিস বনিতা -২৩নামক  এই ট্যালেন্ট শো এর মাধ্যমে সত্যিকারের প্রতিভারা সেরার সেরা শিরোপা জিতে নিলেন। কলকাতার এক  অভিজাত হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে সৌন্দর্য্য প্রতিযোগিতা মিস বনিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হল।
advertisement
4/6
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিজিৎ দত্ত, ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা,সমাজসেবী সুভাষ বসু, ফ্যাশন মেন্টর কুন্তনীল দাস, ডায়টেশিয়ন শ্রেয়সী ভৌমিক সিনহা, মডেল মাধবীলতা সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মহিলাদের বয়সসীমা  ১৮ বছর থেকে ৩o বছরের মধ্যে সীমাবদ্ধ। প্রতিযোগিতা টেক্সভো ইন্ডিয়ার কর্ণধার মৌসুমী নায়েক জানালেন মূলত নিখুঁত প্রতিভার অধিকারীকে এই প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা হল।
advertisement
5/6
এদিনের অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জয় বন্দ্যোপাধ্যায় , লীনা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারি, প্রবীর গুপ্তা, কুণাল পারেখ, দেবজিত সরকার সহ আরও অনেকে।
advertisement
6/6
সফল বিজয়িনী সানা চক্রবর্তী, মৌমিতা বিশ্বাস ও মৌলি দাস অধিকারীদের মাথায় "মিস বনিতার ২০২৩"এর   মুকুট  পরিয়ে দেন মদন মিত্র এবং জয় বন্দ্যোপাধ্যায় এবং গোল্ড অ্যান্ড ডায়মন্ড বাজারের কর্নধার মধুজা দে। তবে এদিনের অনুষ্ঠানের আলোচিত বিষয় ছিল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ramp-এ হাঁটা এবং তা দেখলেন দক্ষিন দিনাজপুরের বিজেপি  বিধায়ক বুধরাই টুডু সহ উপস্থিত দর্শক।  Input- Manash Basak
বাংলা খবর/ছবি/বিনোদন/
ওহ লাভলি! 'মিস বনিতা’-তে লাল শাড়ি সুন্দরীদের পাশে হলুদ পাঞ্জাবিতে ramp মাতালেন মদন মিত্র, রইল ফটো
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল