Sridevi’s Third Daughter: কেবল জাহ্নবী-খুশি নয়, আরও এক 'মেয়ে' ছিল শ্রীদেবীর! মৃত্যুর আগে বলেছিলেন নিজের 'তৃতীয় সন্তান'-এর কথা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sridevi’s Third Daughter: মৃত্যুর কয়েক মাস আগে, শ্রীদেবী প্রকাশ করেছিলেন, দুই নয়, তাঁর আরও এক সন্তান রয়েছে। কে এই শ্রীদেবীর ‘তৃতীয় সন্তান’? আপনি কি জানতেন তাঁর কথা?
advertisement
1/9

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে গণ্য করা হয় শ্রীদেবীকে। অনেকে বলেন, তিনি মহিলা সুপারস্টার ছিলেন। ৫০ বছরের কেরিয়ার শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। শ্রীদেবী নিজেকে একজন বিরল অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন।
advertisement
2/9
বাণিজ্যিক সিনেমার চাহিদার সঙ্গে অভিনয়ের সূক্ষ্মতাকেও গুরুত্ব দিতেন শ্রীদেবী। তাঁর দুই কন্যা, জাহ্নবী এবং খুশি কাপুর। মায়ের পদাঙ্ক অনুসরণ করেছেন এবং অভিনয়ও শুরু করেছেন তাঁরা।
advertisement
3/9
কিন্তু শ্রীদেবীর অকাল মৃত্যু আজও মেনে নেওয়া যায় না। আরও কত কত বছর অভিনয় করে যেতেন তিনি। আরও কত ভাল ছবি উপহার পাওয়া বাকি ছিল দর্শকদের। কিন্তু তা আর হল না।
advertisement
4/9
মৃত্যুর কয়েক মাস আগে, শ্রীদেবী প্রকাশ করেছিলেন, দুই নয়, তাঁর আরও এক সন্তান রয়েছে। কে এই শ্রীদেবীর ‘তৃতীয় সন্তান’? আপনি কি জানতেন তাঁর কথা?
advertisement
5/9
শ্রীদেবীর ‘তৃতীয় কন্যা’ কে? ২০১৭ সালে শ্রীদেবী ‘মম’ ছবিতে কাজ করেছিলেন। এটাই ছিল তাঁর শেষ ছবি। ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না ছাড়াও অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেতা আদনান সিদ্দিকী এবং অভিনেত্রী সজল আলি।
advertisement
6/9
সজল সেই ছবিতে শ্রীদেবীর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন এবং একসঙ্গে কাজ করার সময় দুই অভিনেত্রীর মধ্যে বেশ দৃঢ় বন্ধন তৈরি হয়েছিল। সেই সময় ৫৩ বছর বয়সি শ্রীদেবী বলেছিলেন, তিনি ২৩ বছরের সজলকে খুবই পছন্দ করেছিলেন।
advertisement
7/9
শ্রীদেবীর কথায়, “সজল আমার তৃতীয় সন্তানের মতো। এখন আমি মনে করি, আমার আরও একটি মেয়ে আছে।’’ শ্রীদেবীর মৃত্যুর পর সজল বলেছিলেন, “আমি এই মুহূর্তে বাকরুদ্ধ। আবার মাকে হারানোর মতো কষ্ট হচ্ছে।’’
advertisement
8/9
অভিনেত্রী জানিয়েছিলেন, দুবাইতে ‘মাসালা অ্যাওয়ার্ড’-এ শ্রীদেবীর সঙ্গে দেখা করতে পারেননি। বিভিন্ন কারণে যেতে পারেননি সজল। এর পরে, শ্রীদেবী তাঁকে মেসেজ করে বলেছিলেন, ‘তোমাকে মিস করেছি, বেটা’।
advertisement
9/9
সজল বলেন, “এটাই তাঁর কাছ থেকে আমার শেষ বার্তা। এরপর গত দুই মাসে আমরা বেশ কয়েকবার কথা বলেছি। কিন্তু দুঃখের বিষয়, কয়েকদিন আগে যখন তিনি আমাকে ফোন করেছিলেন, আমি তাঁর ফোনটা মিস করে যাই, কারণ আমি শ্যুটিং করছিলাম। এবং পরে কল করার কথা ভাবছিলাম, কিন্তু আমার মনে হয় সেটা করতেই অনেকটা বেশি সময় নিয়ে ফেলেছিলাম।”