TRENDING:

Laal Singh Chaddha Screening: করিনা থেকে দীপিকা! আমিরের ছবি দেখতে চাঁদের হাট! তিন ছেলে মেয়েকে নিয়ে এলেন কিরণ!

Last Updated:
Laal Singh Chaddha Screening: কেমন হল 'লাল সিং চাড্ডা'! গোটা বলিউড নেমে এল আমির-করিনার ছবি দেখতে। মুম্বইতে বসল তারাদের চাঁদের হাট!
advertisement
1/20
করিনা থেকে দীপিকা! আমিরের ছবি দেখতে চাঁদের হাট! তিন ছেলে মেয়েকে নিয়ে এলেন কিরণ!
মুম্বইতে হয়ে গেল 'লাল সিং চাড্ডা'র স্পেশাল  স্ক্রিনিং। এই দিন সেখানে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান, আমির খান এবং ছবির পরিচালক ।
advertisement
2/20
নাগা চৈতন্যর সঙ্গে আমির খান। ছবি দেখতে এসে এক সঙ্গে পোজ দিলেন ক্যামেরায়।
advertisement
3/20
'লাল সিং চাড্ডা'র  স্পেশাল স্ক্রিনিংয়ে এলেন কিরণ রাও। সঙ্গে ছেলে। সইফ আলি খান, করিনা কাপুর খানকেও দেখা গেল এক সঙ্গে। ডিভোর্স হলেও কিরণ সব সময় থাকেন আমিরের পাশে।
advertisement
4/20
সাদা সালোয়ার কামিজে একেবারে অন্য রূপে ধরা দিলেন করিনা। সঙ্গে হ্যান্ডসাম সইফ!
advertisement
5/20
জুনেইদ ও ইরা। আমির খান ও রিনার সন্তান। বাবার ছবি দেখতে এলেন তাঁরাও। 
advertisement
6/20
দীপিকা রণবীর সিং মানেই অন্যরকম। লাল সিং চাড্ডা-র শোতেও একেবারে ঝকঝকে রূপে ধরা দিলেন জুটিতে।
advertisement
7/20
ক্যাজুয়াল পোশাকে দেখা পাওয়া গেল বিজয় বর্মার। 
advertisement
8/20
কালকি কোচিনকেও অনেকদিন পর সাদা ড্রেসে পাওয়া গেল।
advertisement
9/20
প্রেম বিয়ে নিয়ে নানা জল্পনা। সব কিছুকে ছাপিয়ে কালো পোশাকে নজরকাড়া রূপে ধরা দিলেন সুস্মিতা সেন।
advertisement
10/20
জিন্স ও ক্যাজুয়াল টিসে ধরা দিলেন ইশান খট্টর। বলিউডের নতুন তুর্কি তিনি। অভিনয়টাও দারুণ করেন। 
advertisement
11/20
ছবির পরিচালকের সঙ্গে অতুল কুলকার্নি ও আমির খান।
advertisement
12/20
অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার ছেলে। হাতোড়া নামেই খ্যাত তিনি। দেখা গেল তাঁকেও।
advertisement
13/20
কালো পোশাকে নজর কাড়লেন রিচা চাড্ডা। 
advertisement
14/20
বহুদিন পর দেখা গেল রণদীপ হুডাকেও। ক্যাজুয়ালে নজর কাড়লেন তিনি।
advertisement
15/20
ছবি দেখতে এলেন বনি কাপুর!
advertisement
16/20
বোমান ইরানিকে দেখা গেল তাঁর স্ত্রীকে নিয়ে ছবি দেখতে আসতে।
advertisement
17/20
টিসকা চোপড়া সব সময় সুন্দরী। ছবির স্ক্রিনিংয়েও আলাদা করে নজর কাড়লেন তিনি। 
advertisement
18/20
জাভেদ জাফরিও ধরা দিলেন নিজের ছন্দে।
advertisement
19/20
কুণাল কাপুরও অনেকদিন পর ধরা দিলেন। 
advertisement
20/20
অদিতি পোহানকার এখন বলিউডের নতুন মুখ। একের পর এক সিরিজে মাতিয়ে দিচ্ছেন তিনি। তাঁকেও দেখা গেল সাদা ছাপা পোশাকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Laal Singh Chaddha Screening: করিনা থেকে দীপিকা! আমিরের ছবি দেখতে চাঁদের হাট! তিন ছেলে মেয়েকে নিয়ে এলেন কিরণ!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল