Laal Singh Chaddha Screening: করিনা থেকে দীপিকা! আমিরের ছবি দেখতে চাঁদের হাট! তিন ছেলে মেয়েকে নিয়ে এলেন কিরণ!
- Published by:Piya Banerjee
Last Updated:
Laal Singh Chaddha Screening: কেমন হল 'লাল সিং চাড্ডা'! গোটা বলিউড নেমে এল আমির-করিনার ছবি দেখতে। মুম্বইতে বসল তারাদের চাঁদের হাট!
advertisement
1/20
মুম্বইতে হয়ে গেল 'লাল সিং চাড্ডা'র স্পেশাল স্ক্রিনিং। এই দিন সেখানে উপস্থিত ছিলেন করিনা কাপুর খান, আমির খান এবং ছবির পরিচালক ।
advertisement
2/20
নাগা চৈতন্যর সঙ্গে আমির খান। ছবি দেখতে এসে এক সঙ্গে পোজ দিলেন ক্যামেরায়।
advertisement
3/20
'লাল সিং চাড্ডা'র স্পেশাল স্ক্রিনিংয়ে এলেন কিরণ রাও। সঙ্গে ছেলে। সইফ আলি খান, করিনা কাপুর খানকেও দেখা গেল এক সঙ্গে। ডিভোর্স হলেও কিরণ সব সময় থাকেন আমিরের পাশে।
advertisement
4/20
সাদা সালোয়ার কামিজে একেবারে অন্য রূপে ধরা দিলেন করিনা। সঙ্গে হ্যান্ডসাম সইফ!
advertisement
5/20
জুনেইদ ও ইরা। আমির খান ও রিনার সন্তান। বাবার ছবি দেখতে এলেন তাঁরাও।
advertisement
6/20
দীপিকা রণবীর সিং মানেই অন্যরকম। লাল সিং চাড্ডা-র শোতেও একেবারে ঝকঝকে রূপে ধরা দিলেন জুটিতে।
advertisement
7/20
ক্যাজুয়াল পোশাকে দেখা পাওয়া গেল বিজয় বর্মার।
advertisement
8/20
কালকি কোচিনকেও অনেকদিন পর সাদা ড্রেসে পাওয়া গেল।
advertisement
9/20
প্রেম বিয়ে নিয়ে নানা জল্পনা। সব কিছুকে ছাপিয়ে কালো পোশাকে নজরকাড়া রূপে ধরা দিলেন সুস্মিতা সেন।
advertisement
10/20
জিন্স ও ক্যাজুয়াল টিসে ধরা দিলেন ইশান খট্টর। বলিউডের নতুন তুর্কি তিনি। অভিনয়টাও দারুণ করেন।
advertisement
11/20
ছবির পরিচালকের সঙ্গে অতুল কুলকার্নি ও আমির খান।
advertisement
12/20
অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার ছেলে। হাতোড়া নামেই খ্যাত তিনি। দেখা গেল তাঁকেও।
advertisement
13/20
কালো পোশাকে নজর কাড়লেন রিচা চাড্ডা।
advertisement
14/20
বহুদিন পর দেখা গেল রণদীপ হুডাকেও। ক্যাজুয়ালে নজর কাড়লেন তিনি।
advertisement
15/20
ছবি দেখতে এলেন বনি কাপুর!
advertisement
16/20
বোমান ইরানিকে দেখা গেল তাঁর স্ত্রীকে নিয়ে ছবি দেখতে আসতে।
advertisement
17/20
টিসকা চোপড়া সব সময় সুন্দরী। ছবির স্ক্রিনিংয়েও আলাদা করে নজর কাড়লেন তিনি।
advertisement
18/20
জাভেদ জাফরিও ধরা দিলেন নিজের ছন্দে।
advertisement
19/20
কুণাল কাপুরও অনেকদিন পর ধরা দিলেন।
advertisement
20/20
অদিতি পোহানকার এখন বলিউডের নতুন মুখ। একের পর এক সিরিজে মাতিয়ে দিচ্ছেন তিনি। তাঁকেও দেখা গেল সাদা ছাপা পোশাকে।