Kriti Kharbanda: আদুরে পোষ্যের সঙ্গে কেমন কাটে কৃতীর সময়? দেখলে মন ভাল হবে আপনারও
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Kriti Kharbanda : কৃতীর পোষা একটি হাস্কি ও একটি বিগল কুকুর আছে। তাদের সঙ্গে কৃতীর ছবি দেখলে মুখে হাসি ফুটবে সকলের।
advertisement
1/10

বলিউড সুন্দরী কৃতী খারবান্দার অধিক সময় বাড়িতে কাটে দুই পোষ্য সারমেয়র সঙ্গে। দেখে নেওয়া যাক কিছু মুহূর্ত।
advertisement
2/10
কৃতীর পোষা একটি হাস্কি ও একটি বিগল কুকুর আছে। তাদের সঙ্গে কৃতীর ছবি দেখলে মুখে হাসি ফুটবে সকলের।
advertisement
3/10
বাড়িতে পোষ্য থাকলে সত্যিই কি আর কিছু লাগে? ওদের সঙ্গে এভাবেই সময় কেটে যায়।
advertisement
4/10
পোষ্যের মায়ায় যারা ভোলে তারাই বুঝবে এই ছবির মর্ম!
advertisement
5/10
পোষ্য কুকুর হোক বা বেড়াল, ওদের বসার কায়দা, তাকানো, সবই যেন আনন্দ দেয় মানুষকে।
advertisement
6/10
এই মায়া, এই ভালবাসায় কোনও ভেজাল নেই। এভাবেই ওরা ভালবাসার মানুষকে আঁকড়ে থাকতে চায়.
advertisement
7/10
শুধু একটু খাবার, মাথার উপর ছাদ আর অনেকটা আদর। তাহলেই ওদের চেয়ে আপন আর কেউ না।
advertisement
8/10
ওই মায়া চোখ দেখলে কে ভাল না বেসে পারে। কৃতীর এই ছবি সত্যিই পশুপ্রেমীদের খুব পছন্দের।
advertisement
9/10
আদর খাওয়ার সময়ে কোনও দিকে মন থাকে না এই অবলা পোষ্যদের।
advertisement
10/10
মানসিক শান্তি পাওয়া যায় এই অবলা প্রাণীদের ভালবাসা পেলে।