কফি কাউচে একসঙ্গে করিনা-প্রিয়াঙ্কা, সারপ্রাইজটা দিলেন করণ জোহর নিজেই
Last Updated:
advertisement
1/13

অ্যায়তরাজ আর ডন ছবিতে একসঙ্গে কাজ করলেও করিনা আর প্রিয়াঙ্কার মধ্যে বরাবরই চলেছে সিক্রেট কম্পিটিশন৷ বলিউডের এক প্রজন্মের সবচেয়ে ট্যালেন্টেড ও গ্ল্যামারাস দুই অভিনেত্রী৷ তাদের একসঙ্গে কোনও চ্যাট শো-তে কখনও দেখবেন ভেবেছিলেন? এবার হয়তো সেটাই হতে চলেছে৷
advertisement
2/13
কফি উইথ করণ-এর সিজন ৬ চলছে৷ এর আগের প্রতিটা সিজনেই এসেছেন করিনা, প্রিয়াঙ্কা দুজনেই৷ কিন্তু কখনও কফি কাউচ শেয়ার করেননি তারা৷ কখনও দুজনের কথার মধ্যে দিয়ে সামনে এসেছে নিজেদের চাপা কম্পিটিশন, কখনও মন খুলে প্রশংসা করেছেন একে অপরের৷ দেখুন দুজনের কফি জার্নি৷
advertisement
3/13
২০০৪ সালে কফি উইথ করণ-এর প্রথম সিজনে করিনা এসেছিলেন রানির সঙ্গে৷ প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক তখন মধুর৷ প্রেমে পড়েছেন শাহিদেরও৷ কথায় কথায় উঠে এসেছিল সেই সব কিছুই৷
advertisement
4/13
সিজন ১-এ প্রিয়াঙ্কা এসেছিলেন অর্জুন রামপালের সঙ্গে৷ করিনার মতোই প্রিয়াঙ্কাও তখন বলিউডের মোস্ট প্রমিসিং ইয়াংস্টারদের একজন৷ তবে দুজনের মধ্যে যে চাপা কম্পিটিশন রয়েছে তা বোঝা গিয়েছিল তখন থেকেই৷
advertisement
5/13
সিজন ২-তে করিনা আসেন বয়ফ্রেন্ড শাহিদ কাপুরের সঙ্গে৷ তখন করিনা জানিয়েছিলেন তিনি আর প্রিয়াঙ্কা বন্ধু নন৷
advertisement
6/13
এই সিজনে প্রিয়াঙ্কা আসেন হৃতিক রোশনের সঙ্গে৷ করিনা প্রিয়াঙ্কাকে বন্ধু হিসেবে স্বীকার না করলেও প্রিয়াঙ্কা বলেন করিনা বন্ধু৷ কম যাননি করণও করিনার ভিডিও দেখিয়ে প্রিয়াঙ্কাকে অপ্রস্তুত করে দিয়েছিলেন তিনি৷
advertisement
7/13
সিজন ৩-তে বদলে গিয়েছিল সব সমীকরণ৷ শাহিদের সঙ্গে সম্পর্ক ভেঙে করিনা তখন সইফের সঙ্গে স্টেবল লিভ ইন রিলেশনে৷ করিনা তখন অনেক পরিণত৷ মন খুলে কথা বলা করিনা তখন জানেন কীভাবে নিজেকে সামলে চলতে হয়৷
advertisement
8/13
এদিকে শাহিদের গার্লফ্রেন্ড তখন প্রিয়াঙ্কা৷ দুজনে একসঙ্গে সিজন ৩-তে এলেও প্রিয়াঙ্কা কোনও ভাবেই স্বীকার করেননি শাহিদের সঙ্গে সম্পর্কের কথা৷ করিনা বরাবরই মন খোলা, স্ট্রেটফরওয়ার্ড হলেও প্রিয়াঙ্কা বরাবরই ছিলেন স্ট্রাটেজিক, ডিপ্লোম্যাটিক৷
advertisement
9/13
সিজন ৪-এ আমরা দেখেছি বিবাহিত মানসিক ভাবে সেটলড করিনাকে৷কেরিয়ারের থেকে বেশি ভাই রণবীর পিছনে লাগতে, ফ্যামিলি লাইফ নিয়েই ভাবতেই যিনি বেশি ইচ্ছুক৷ প্রিয়াঙ্কাকে নিয়ে ভাবার সময় নেই৷
advertisement
10/13
করিনা জীবনে সেটল করলেও সিজন ৪-এর সময় প্রিয়াঙ্কা অনেকটাই খাবি খাচ্ছেন৷ শাহরুখের সঙ্গে সমস্যার জেরে দেশ ছেড়েছেন৷ হলিউডে পায়ের তলার মাটি পেতে বেগ পেতে হচ্ছে৷ যদিও বরাবরের 'ওভারস্মার্ট' প্রিয়াঙ্কা হাবেভাবে বুঝতে দেননি সেসব কিছুই৷
advertisement
11/13
সিজন ৫-এ করিনা আসেন বন্ধু সোনমের সঙ্গে৷ তিনি তখন প্রেগন্যান্ট৷ পরিণত, স্থিতধী করিনা মন খুলে প্রশংসা করেছিলেন প্রিয়াঙ্কার৷ গ্লোবাল আইকন তকমা দিয়েছিলেন৷
advertisement
12/13
সিজন ৫-এ প্রিয়াঙ্কা কফি কাউচ কারও সঙ্গেই শেয়ার করতে চাননি৷ বা হয়তো কেউ তার সঙ্গে শেয়ার করতে চাননি৷ পুরো আড্ডা জুড়েই ছিল প্রিয়াঙ্কার হলিউড জীবন৷
advertisement
13/13
অবশেষ সিজন ৬৷ কফি উইথ করণ অসম্পূর্ণ এই দুজন ছাড়া৷ চলতি সিজনের শুরু থেকেই তাই দর্শকদের প্রশ্ন ছিল কবে আসবেন এই দুজন? করণ নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে দিলেন সারপ্রাইজ৷ কফি উইথ করণ সিজন ৬-এর শেষ পর্বে একসঙ্গে কফি কাউচে বসবেন করিনা-প্রিয়াঙ্কা৷