Kiara Advani Sidharth Malhotra Wedding : কণ্ঠহার থেকে হাতপদ্ম, নববধূ কিয়ারার অঙ্গের অলঙ্কারে হিরে আর পান্নার চোখধাঁধাঁনো দ্যুতি
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kiara Advani Sidharth Malhotra Wedding : হিরে-পান্নার বালার সঙ্গে তিনি পরেছিলেন গোলাপি চুড়ি। তার সঙ্গেই আঙুলের আংটি পর্যন্ত টানা হিরের হাতপদ্ম। কিয়ারার গলার সোনার মঙ্গলসূত্র অবশ্য হাল্কা ছিমছাম নক্সার।
advertisement
1/5

নববধূর সাজে কিয়ারার বিয়ের আংটি ছিল তাঁর নেকপিস ও দুলের সঙ্গে মানানসই। তিনি পরেছিলেন বড় আকারের একটি হিরের ওয়েডিং রিং। সিদ্ধার্থের ডান হাতের অনামিকায় ছিল সোনার তৈরি ছিমছাম ওয়েডিং ব্যান্ড। তবে নজর কেড়ে নেয় তাঁর বাঁ হাতের তর্জনীর কুন্দনের আংটি।
advertisement
2/5
কিয়ারার গলার রাজকীয় হার এখন চর্চিত। হিরে আর পান্নার মিশেলে সেই কণ্ঠহার শোভা পায় কোনও রাজসুলভ বিয়ের আসরেই। তাঁর কানের দুল, সিঁথির টিকলি -সব কিছুতেই বহুমূল্য রত্নের দর্পিত অথচ স্নিগ্ধ উপস্থিতি।
advertisement
3/5
হিরে-পান্নার বালার সঙ্গে তিনি পরেছিলেন গোলাপি চুড়ি। তার সঙ্গেই আঙুলের আংটি পর্যন্ত টানা হিরের হাতপদ্ম। কিয়ারার গলার সোনার মঙ্গলসূত্র অবশ্য হাল্কা ছিমছাম নক্সার।
advertisement
4/5
পঞ্জাবি রীতি অনুযায়ী সিদ্ধার্থ মালহোত্রাও তাঁর বরবেশে পরেছিলেন গয়না। তাঁর সুঠাম শরীরে ছিল জরির ভারী কাজ করা মেটালিক গোল্ডের শেরওয়ানি, সঙ্গে ম্যাচিং পায়জামা ও সাফা।
advertisement
5/5
আইভরি থ্রেডওয়ার্ক, সোনার জারদৌসি এবং বাদলা কাজ বোনা হয়েছে সিদ্ধার্থের শেরওয়ানিতে। অ্যাকসেসরিজ হিসেবে ছিল আনকাট হিরের পোলকি জুয়েলারি।