KGF 2 Star Yash Lifestyle: ক্রিকেটার, বলিউড তারকারা লজ্জা পাবেন! KGF-এর ইয়াশের যা এলাহি জীবন...
- Published by:Suman Majumder
Last Updated:
KGF Chapter 2: কেজিএফ-এর জন্য তিনি কত টাকা পেয়েছেন, জানেন? এখন তো তাঁর রাজার জীবন।
advertisement
1/5

এমন এলাহি জীবন তাঁর যে অনেক তারকা জেনে লজ্জা পাবেন! তিনি কেজিএফ তারকা ইযাশ। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৩ কোটি টাকা। মাসে তাঁর উপার্জন এক কোটি টাকারও বেশি।
advertisement
2/5
আঞ্চলিক ডেইলি সোপ-এ কাজ শুরু করেছিলেন ইয়াশ। সেখানে থেকে কন্নড় ফিল্ম ইনডাস্ট্রিতে। তার পর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন। তবে তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে কেজিএফ।
advertisement
3/5
একটা সিনেমার জন্য ইয়াশ নিতেন ৩-৪ কোটি টাকা। তবে কেজিএফ-এর জন্য নিয়েছেন ৩০ কোটি টাকা। কন্নড় অভিনেতাদের মধ্যে তিনি সব থেকে বেশি পারিশ্রমিক পান।
advertisement
4/5
Mercedes Benz GLS, Mercedes GLC 250D, ফাইভ সিটার সেডান, অডি কিউ সেভেন. বিএমডব্লিউ ৫২০ ডির মতো গাড়ি রয়েছে ইয়াশের গ্যারাজে। ৪০ লাখের প্যাজেরো গাড়িও রয়েছে তাঁর কালেকশনে।
advertisement
5/5
Gucci Rush Perfume এবং Beardo-র মতো ব্র্যান্ডের এনডোর্সার হিসেবে কাজ করেন ইয়াস। জানা গিয়েছে, এই সব ব্র্যান্ডের থেকেও ৬০ লাখ টাকা উপার্জন করেন তিনি।