TRENDING:

KBC-তে ২৫ লাখ জিতলেন কলকাতার মেয়ে ! ভগবান রূপে চোখের জল মোছালেন অমিতাভ !

Last Updated:
কলকাতার মেয়ে রুনা সাহার শেষ ভরসা ছিলেন অমিতাভ !
advertisement
1/5
KBC-তে ২৫ লাখ জিতলেন কলকাতার মেয়ে ! ভগবান রূপে চোখের জল মোছালেন অমিতাভ !
সংসারে অপমান। স্বামীর কাছে কটুক্তি। ইচ্ছে ছিল মানুষের জন্য কাজ করার। কিন্তু স্বামী বলে দিয়েছিলেন নিজে রোজগার করে সমাজ সেবা কর। টাকা নেই। কলকাতার মেয়ে রুনা সাহার শেষ ভরসা ছিল কৌন বনেগা ক্রোড়র পতি। photo source collected
advertisement
2/5
'কৌন বনেগা ক্রোড়পতি' হটসিটে বাংলার মেয়ে রুনা। যে সিটে পৌঁছানোটা একপ্রকার ভাগ্য হিসেবেই ধরে নেন অনেকে। অনেক ধাপ পেরিয়ে শো অবধি পৌঁছালেও খেলতে হয় 'ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট'। কিন্তু রুনাকে খেলতে হয়নি সেটাও। তাহলে কি করে পৌঁছলেন হট সিটে? photo source collected
advertisement
3/5
বহুদিন ধরে কেবিসিতে যাওয়ার চেষ্টা করেও হয়নি। বার বার বিফল। এবার শোতে পৌঁছে তো গেলেন। কিন্তু হটসিটে বসার জন্য তিনি ছিলেন শেষ প্রতিযোগী। হটসিটে পৌঁছতে না পেরে তিনি কাঁদতে শুরু করেন। তাঁকে এভাবে ভেঁঙে পড়তে দেখে অমিতাভ তাঁকে হটসিটে ডেকে নেন।photo source collected
advertisement
4/5
অমিতাভ তাঁকে ডেকে বলেন, কাঁদার সময় নয় এটা। একটি টিস্যুও এগিয়ে দেন। খেলতে হবে এটাই সুযোগ। রুনা জানান, আজ না পারলে আর কোনও দিন ভগবানকে ডাকতেন না তিনি। ভগবানের হয়ে অমিতাভই শুনলেন তাঁর কান্না। কেবিসি-র ইতিহাসে যা ঘটেনি তাই হল রুনার সঙ্গে। photo source collected
advertisement
5/5
কেবিসিতে নিজের বুদ্ধির জোরে খেলে ২৫ লাখ টাকা পান কলকাতার ৪৩ বছরের রুনা সাহা। এবার তাঁর শাড়ির ব্যবসা বড় হবে। পারবেন ইচ্ছে মতো বাঁচতে। এবং মানুষের পাশে দাঁড়াতে। photo source collected
বাংলা খবর/ছবি/বিনোদন/
KBC-তে ২৫ লাখ জিতলেন কলকাতার মেয়ে ! ভগবান রূপে চোখের জল মোছালেন অমিতাভ !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল