Katrina Kaif Birthday: গ্যারান্টি...! ক্যাটরিনার এই ছবি আগে কখনও দেখেননি, জন্মদিনে ফাঁস করে দিলেন ভিকি, ৫ নম্বরটা না দেখলে বড় মিস!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Katrina Kaif Birthday: ৪১-এ পা দিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ৷ বার্থ ডে গার্ল ক্যাটরিনার একগুচ্ছ আদুরে ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভিকি কৌশল৷ এরকম ছবি আগে কখনও ভক্তরা হয়তো দেখেননি৷
advertisement
1/7

৪১-এ পা দিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ৷ ঘড়ির কাটা ১২ টা বাজতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বামী ভিকি কৌশল৷
advertisement
2/7
বার্থ ডে গার্ল ক্যাটরিনার একগুচ্ছ আদুরে ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভিকি কৌশল৷ এরকম ছবি আগে কখনও ভক্তরা হয়তো দেখেননি৷ সাদা টুইনিং পোশাকে দেখা গিয়েছে ভিকি ও ক্যাটরিনাকে৷
advertisement
3/7
এই ছবিতে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে একে অপরের জড়িয়ে ধরে আদরে মত্ত অবস্থায় দেখা গেছে। দু'জনকে একসঙ্গে ঠিক কতটা খুশি তা ছবিতে স্পষ্ট ধরা পড়েছে।
advertisement
4/7
ক্যাটরিনার এই অদেখা ছবি শেয়ার করার পাশাপাশি ছোট্ট প্রেমের একটি ক্যাপশনও লিখেছেন ভিকি৷ যা ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
5/7
ভিকি কৌশল ছুটি কাটানোর রোম্যান্টিক মুহূর্ত শেয়ার করেছেন৷ স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে পিৎজা ডেটের ছবিও ফাঁস করেছেন ভিকি। সারাবছর ডায়েট করলেও বেড়াতে গেলে যে চিট ডে হয়, তা অভিনেত্রীর পিৎজা খাওয়া দেখেই স্পষ্ট৷
advertisement
6/7
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে সর্বদাই চর্চা চলে টিনসেল টাউনে৷ বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ৷ ২০২১ সালে ভিকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নায়িকা৷ ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের এই অদেখা ছবিগুলি প্রচুর লাইক এবং শেয়ার করা হচ্ছে।
advertisement
7/7
স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে অদেখা ছবি পোস্ট করার সময় ক্যাপশনে ভিকি কৌশল লেখেন, 'তোমার সঙ্গে এই স্মৃতিগুলি আমার জীবনের সবচেয়ে প্রিয় অংশ। শুভ জন্মদিন আমার ভালবাসা'।