দীর্ঘ ৫ বছরের সম্পর্কের পরে বাগদান, তারপরে আচমকাই সংসার সাজানোর স্বপ্ন হয় চুরমার ! অভিষেকের সঙ্গে ব্রেক-আপের পর ভেঙে পড়েছিলেন করিশ্মা
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Karisma Kapoor Was 'Traumatised' After Abhishek Bachchan Breakup: শোনা যায়, পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন অভিষেক-করিশ্মা। বিয়ে করবেন বলেও স্থির করেছিলেন। কিন্তু বাগদানের কিছু পরেই অবশ্য বিয়ে ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তাঁরা।
advertisement
1/5

একটা সময় ছিল, যখন বচ্চন পরিবারের বধূ হওয়ার কথা ছিল করিশ্মা কাপুরের। ২০০২ সালে অমিতাভ ও জয়া বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে বাগদানও সম্পন্ন হয়েছিল অভিনেত্রীর। যদিও কয়েক মাস পরে সেই বাগদান ভেঙে দেওয়া হয়। শোনা যায়, পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন অভিষেক-করিশ্মা। বিয়ে করবেন বলেও স্থির করেছিলেন। কিন্তু বাগদানের কিছু পরেই অবশ্য বিয়ে ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তাঁরা। (File Photo)
advertisement
2/5
সুভাষ কে ঝা-র সঙ্গে একটি পুরনো সাক্ষাৎকারে করিশ্মা বলেন যে, এটা একটা যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ছিল। আর সেই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন কাপুর পরিবারের সদস্যরা, এমনটাই জানান তিনি। করিশ্মা কাপুর বলেন যে, “এখন আমার কথা বলার সময় এসেছে। আমি সকলের কাছেই ঋণী। এই বছরের শুরুটা আমার জন্য যন্ত্রণাদায়ক ছিল। আমি চাই না যে, কোনও মেয়েকে এর মধ্যে দিয়ে যেতে হোক। নিজের আঘাত এবং যন্ত্রণার সঙ্গে আমাকে যুঝতে হয়েছে। আমি মনে করি যে, সময় সব কিছু ঠিক করে দেয়। যদিও আমাকে বহু কিছু সহ্য করতে হয়েছে। তবে যা ঘটেছে, তার সঙ্গে আমি মানিয়ে নিয়েছি। আমি শুধু এটুকুই বলতে পারি যে, ভাগ্যে যা লেখা আছে, তা ঘটতে বাধ্য। আমি আমার সমস্যার মুখোমুখি হওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না। জীবন আলাদা আলাদা চ্যালেঞ্জ দেবে। যার সঙ্গে স্রোতের মতো ভেসে যুঝতে হবে।”
advertisement
3/5
অভিনেত্রী আরও বলে চলেন যে, “সব কিছু বোঝার জন্য এবং পাশে থাকার জন্য সংবাদমাধ্যমকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকেই আমায় একা ছেড়ে দিয়েছিল। আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না। শুধু এইটুকু বলতে চাই যে, আমার বাবা-মা (ববিতা এবং রণধীর কাপুর), বোন (করিনা), আমার ঠাকুরমা (কৃষ্ণা রাজ কাপুর), আমার দুই পিসি (রিমা জৈন এবং ঋতু নন্দা) এবং আমার ঘনিষ্ঠ বন্ধুরা না থাকলে আমি আমার দুঃখ থেকে বেরিয়ে আসতে পারতাম না।”
advertisement
4/5
যদিও করিশ্মা এবং অভিষেকের সম্পর্কে ভাঙনের কারণ একমাত্র তাঁরা এবং তাঁদের প্রিয়জনেরাই জানেন। একবার অবশ্য এই বিচ্ছেদের দায় প্রতিকূল পরিস্থিতির উপর চাপিয়েছিলেন অমিতাভ বচ্চন। ২০০৫ সালে করণ জোহরের রিয়েলিটি শো ‘কফি উইথ করণ’-এর প্রথম সিজনে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। বর্ষীয়ান অভিনেতা বলেছিলেন যে, “ওটা ছিল সংবেদনশীল মুহূর্ত। সম্পর্ক তৈরি হয়, সম্পর্ক ভেঙে যায়। এটা যে কোনও মানুষের জন্যই যন্ত্রণাদায়ক। এমনকী, তাঁর পরিবারের জন্যও কষ্টদায়ক। আমরা চাই না যে, এটা অন্য কারও সঙ্গে ঘটুক। কিন্তু যদি পরিস্থিতি কোনও সম্পর্কের জন্য অনুকূল না হয়, তাহলে ভিন্ন পথ বেছে নেওয়াই ভাল। আর এক্ষেত্রেও সেটাই ঘটেছে।”
advertisement
5/5
এরপর ২০০৩ সালে অবশ্য দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন করিশ্মা। তাঁদের দুই সন্তান রয়েছে। যদিও তাঁদের বিয়ে টেকেনি। ২০১৪ সালে শুরু হয় বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া। একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি, অভিযোগের তির যেন বিষয়টাকে আরও তিক্ত করে তুলেছিল। অন্যদিকে ২০০৭ সালে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন। ২০১১ সালে তাঁদের কোল আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্যা।