Karishma Kapoor Birthday: অসহ্য নরকযন্ত্রণা! ভয়ঙ্কর ছিল সেই রাত, হানিমুনে বন্ধুর কাছে পাঠিয়ে...! এই বলি নায়িকাকে 'বিক্রি' করারও চেষ্টা করেছিল স্বামী, তারপর...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Karishma Kapoor Birthday: বিবাহিত জীবনে বিরাট ঝড় বয়ে গেছে অভিনেত্রীর উপর দিয়ে৷ স্বামী থেকে পরিবার নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী৷ ঠিক কী কী হয়েছিল অভিনেত্রীর সঙ্গে তা শুনলে আপনিও আঁতকে উঠবেন৷
advertisement
1/11

৫০-এ পা দিলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর৷ ঘড়ির কাটা ১২ টা বাজতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
advertisement
2/11
রণধীর কাপুর ও ববিতা কাপুরের বড় মেয়ে তথা বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরকে নিয়ে উত্তেজনার শেষ নেই ভক্তদের৷ তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনটা মোটেই সুখকর নয়৷
advertisement
3/11
নব্বইয়ের দশকে তাঁর সৌন্দর্যের জাদুতে পাগল ছিলেন একাধিক পুরুষ৷ সেরা সুন্দরীরের মধ্যেও ছিলেন করিশ্মা৷ তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নিতেন করিশ্মা৷
advertisement
4/11
জীবনে এসেছে একাধিক প্রেম৷ অজয় দেবগণের সঙ্গেও সম্পর্কে জড়ান করিশ্মা৷ কিন্তু কোনওটাই টেকেনি৷ অমিতাভ পুত্র অভিষেক বচ্চনের প্রেম একসময়কার বলিউডের সবথেকে চর্চিত বিষয় ছিল। কেরিয়ার তখন মধ্যগগণে, নিজের চেয়ে বয়সে ২ বছরের ছোট অভিষেকের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন করিশ্মা। বচ্চন পরিবারও তাদের সম্পর্ক মেনে নিয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্ক ভেঙে যায়৷
advertisement
5/11
তারপর ২০০৩ সালে করিশ্মা কাপুর ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন৷ শুধু তাই নয় লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে সংসার পাতেন৷ কিন্তু বিয়ের পর জীবনে কোনও সুখ পাননি করিশ্মা৷
advertisement
6/11
বিবাহিত জীবনে বিরাট ঝড় বয়ে গেছে অভিনেত্রীর উপর দিয়ে৷ স্বামী থেকে পরিবার নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী৷ ঠিক কী কী হয়েছিল অভিনেত্রীর সঙ্গে তা শুনলে আপনিও আঁতকে উঠবেন৷
advertisement
7/11
অনেকেই ভেবেছিলেন বড় ব্যবসায়ীকে সঞ্জয়কে বিয়ে করার পর করিশ্মার জীবনটা পুরোপুরি বদলে যাবে৷ কিন্তু তেমন কিছুই ঘটেনি বরং অসহ্য নরকযন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে৷ নির্যাতন-হয়রানি সবকিছুই ছিল অভিনেত্রীর সঙ্গী৷
advertisement
8/11
করিশ্মা কাপুর জানিয়েছিলেন,মধুচন্দ্রিমায় গিয়েই সম্পর্কের পরিণতি টের পেয়েছিলেন৷ বন্ধুদের সঙ্গেই সঞ্জয় কাপুর হানিমুনে গিয়েছিলেন। সেখান গিয়েই চরম খারাপ পরিস্থিতির সন্মুখীন হতে হয়েছিল করিশ্মাকে।
advertisement
9/11
করিশ্মা জানিয়েছিলেন, স্বামী সঞ্জয় হানিমুনে গিয়ে বন্ধুর শয্যাসঙ্গিনী হতে বাধ্য করেন৷ শুধু তাই নয়, এক রাতের জন্য বাজি ধরে করিশ্মা কাপুরকে নিলামে তুলেছিলেন তাঁর স্বামী। রীতিমত চলেছিল দর কষাকষিও। করিশ্মা প্রতিবাদ জানাতেই শুরু হয় তীব্র অশান্তি৷
advertisement
10/11
করিশ্মা আর জানান, প্রায়শই মারধর করত সঞ্জয়৷ দীর্ঘদিন ধরে এই অত্যাচার চলার পর শেষে বাধ্য হয়ে এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন করিশ্মা৷
advertisement
11/11
বিয়ের ১৩ বছরের মাথায় বিচ্ছেদ হয় তাঁদের। ২০১৬ সালে সঞ্জয় কাপুরকে ডিভোর্স দেন অভিনেত্রী। তবে বিয়ের পর করিশ্মা এবং সঞ্জয়ের দুই ছেলেমেয়ে হয়। সামাইরা এবং কিয়ান রাজ কাপুর। আপাতত ছেলে মেয়েকে নিজের সঙ্গেই রেখেছেন করিশ্মা৷ দীর্ঘদিন বাদে বলিউডে কামব্যাক করেছেন করিশ্মা কাপুর৷