TRENDING:

Bipasha-Karan: মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা, মাত্র ৩ মাস বয়সেই ওপেন হার্ট সার্জারি, চিনে নিন করণ-বিপাশার 'ফাইটার'-কে

Last Updated:
Bipasha-Karan : বর্তমানে করণ সিং গ্রোভার তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ফাইটার-এর সাফল্য নিয়ে ব্যস্ত রয়েছেন৷ সাক্ষাৎকারে ছবি সম্পর্কে কথা বলতে গিয়েই নবজাতক মেয়ে দেবীর ওপেন হার্ট সার্জারি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা৷ বর্তমানে করণ সিং গ্রোভার তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ফাইটার-এর সাফল্য নিয়ে ব্যস্ত রয়েছেন৷ সাক্ষাৎকারে ছবি সম্পর্কে কথা বলতে গিয়েই নবজাতক মেয়ে দেবীর ওপেন হার্ট সার্জারি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা৷
advertisement
1/5
মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা, ৩ মাস বয়সে সার্জারি, চিনুন করণ-বিপাশার 'ফাইটার'-কে
বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে ভক্তদের চর্চা সর্বদাই তুঙ্গে থাকে৷ বর্তমানে বি-টাউন থেকে অনেকটাই দূরে রয়েছেন নায়িকা৷ স্বামী ও সন্তানকে নিয়ে সুখের সংসার নায়িকা৷ মেয়ে দেবীই তাঁর জীবনের সবচেয়ে বড় যোদ্ধা৷
advertisement
2/5
বর্তমানে করণ সিং গ্রোভার তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি ফাইটার-এর সাফল্য নিয়ে ব্যস্ত রয়েছেন৷ সাক্ষাৎকারে ছবি সম্পর্কে কথা বলতে গিয়েই নবজাতক মেয়ে দেবীর ওপেন হার্ট সার্জারি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা৷ কঠিন সময়ের সেই মর্মান্তিক মুহূর্তও তুলে ধরেছিলেন বিপাশা৷
advertisement
3/5
সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ তাঁর মেয়েকে ফাইটার বলেও উল্লেখ করেছেন৷ তিনি বলেন, যদি আপনারা ওর গল্প জানতেন, ওর বয়স সবেমাত্র ১৪ মাস৷ হার্টে দু'টো ফুটো নিয়ে জন্মেছিল এবং ওপেন হার্ট সার্জারির মধ্য দিয়ে যেতে হয়েছিল৷ ও সত্যিই একজন যোদ্ধা৷
advertisement
4/5
অভিনেতা আরও বলেছেন, কীভাবে কঠিন সময়ের মোকাবিলা করেছেন তারা৷ আমরা সত্যিই তাঁর জন্মের তৃতীয় দিন পর্যন্ত জানতাম না, তবে বাবা-মা হলে অনেক শক্তি পাওয়া যায়৷ তবে মনে করি, সেই সময়টা খুব কঠিন পরিস্থিতি ছিল৷
advertisement
5/5
২০২৩ সালে বিপাশা জানিয়েছিলেন, মেয়ের জন্মের তিন মাস পরে হার্ট সার্জারি করা হয়েছিল৷ দেবী যখন জন্মগ্রহণ করেছিল তখন তিনি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে ভুগছিল৷ ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছিল৷ তবে মেয়ের অপারেশনের সময় জীবনটা প্রায় থেমে গিয়েছিল৷ তবে এখন সমস্ত সঙ্কট কেটে গেছে, এবং দেবীও ভাল আছে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bipasha-Karan: মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা, মাত্র ৩ মাস বয়সেই ওপেন হার্ট সার্জারি, চিনে নিন করণ-বিপাশার 'ফাইটার'-কে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল