Kangana Ranaut Bold Photos: একটা সময় এতটাই বোল্ড ফটোশুট করতেন কঙ্গনা! হট ছবিতে কাঁপত ইন্টারনেট
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
কঙ্গনার বোল্ড ফটোশুট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলত।
advertisement
1/5

এখন সাধারণত তাঁকে শাড়ি বা শালোয়ারেই দেখা যায়। তবে একটা সময় বোল্ড ফটোশুট করতেন কঙ্গনা।
advertisement
2/5
কঙ্গনা জানিয়েছিলেন, তিনি পরিস্থিতি বুঝে পোশাক পরেন। ভারতের বাইরে থাকলে একরকম পোশাক পরেন। আবার দেশে থাকলে তাঁর বেশভূষা হয় আলাদা।
advertisement
3/5
কিছুদিন আগে রিহানার বোল্ড ফটোশুট নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। তিনি দাবি করেছিলেন, রিহানার বোল্ড ফটোশুট পর্ন-এর থেকে কম নয়।
advertisement
4/5
কেরিয়ারের শুরুর দিকে একের পর এক বোল্ড ফটোশুট করতেন কঙ্গনা। কেরিয়ারের প্রথম সিনেমায় একের পর এক বোল্ড সিন-এ অভিনয়ও করেছিলেন।
advertisement
5/5
কঙ্গনার একের পর এক হট ছবি ইন্টারনেট কাঁপিয়ে দিত সেই সময়।