TRENDING:

Kanchan-Sreemoyee Wedding: '...ড্রাইভার, বর্ডিগার্ড প্রবেশ নিষেধ!' কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে এ কী লেখা! ছিঃ ছিঃ করছে সবাই...

Last Updated:
Kanchan-Sreemoyee Wedding: তবে বুধবারের অনুষ্ঠানে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন ভেন্যুর বাইরে লাগানো একটি বোর্ড দেখে খেপে গিয়েছেন সবাই। বর ও কনের নামের সঙ্গে লেখা বিশেষ একটি নির্দেশ। ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’। আর সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়তেই উঠেছে নিন্দার রব।
advertisement
1/7
'...ড্রাইভার, বর্ডিগার্ড প্রবেশ নিষেধ!' কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন নিয়ে ছিঃ ছিঃ রব
বুধবার বসল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের রিসেপশনের আসর। কাছের মানুষ এবং বন্ধুবান্ধবরা এলেও রিসেপশনের পরেই একাধিক মহল থেকে উঠেছে সমালোচনার ঝড়। ছিঃ ছিঃ করছেন সকলে।
advertisement
2/7
তবে বুধবারের অনুষ্ঠানে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন ভেন্যুর বাইরে লাগানো একটি বোর্ড দেখে খেপে গিয়েছেন সবাই। বর ও কনের নামের সঙ্গে লেখা বিশেষ একটি নির্দেশ। ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’। আর সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়তেই উঠেছে নিন্দার রব।
advertisement
3/7
সংবাদমাধ্যম থেকে বিয়েকে দূরে রাখা নতুন কিছু নয়। কিন্তু কোনও বলিউড সেলিব্রিটিও কখনও এভাবে বোর্ড লাগাননি। এমন নিন্দনীয় ঘটনায় রেগে গিয়েছেন টলিতারকাদের অনেকেও।
advertisement
4/7
সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণির নাম উল্লেখ করে এহেন বোর্ড লাগানোকে ভালভাবে নেয়নি কেউই। নেটিজেনদের দাবি, এটি অতীব নিন্দনীয় ও ঘৃণ্য কাজ।
advertisement
5/7
জানুয়ারিতে দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয় অভিনেতা তথা বিধায়ক কাঞ্চনের। তার পর শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সারেন ১৪ ফেব্রুয়ারি। এরপর ২ মার্চ সামাজিক বিবাহ।
advertisement
6/7
এর আগেও শ্রীময়ী লেখেন, "আমরা খুব দুঃখিত । আমরা ৬ তারিখে কোনও প্রেস জার্নালিস্ট বন্ধুদের প্রবেশ করাচ্ছি না । কারণ অনেকের সঙ্গেই সুসম্পর্ক । সকলেই বলছেন কভার করব । তাই একজনকে আসতে অনুমতি দিলে আরেকজনের খারাপ লাগতে পারে । কাঞ্চন স্ট্রিক্টলি না বলে দিয়েছে । কিন্তু আমি কথা দিচ্ছি ভিডিয়ো, ছবি সব আমি তোমাদের পাঠাব 6 মার্চের পরে । তখন ইন্টারভিউও দেব । প্রতিশ্রুতি না রাখতে পারায় দুঃখিত ।"
advertisement
7/7
তবে এবারে যেন সব সীমা ছাড়িয়ে গিয়েছেন তাঁরা। এহেন বোর্ড দেখে সমাজের বিভিন্ন মহল থেকে উঠেছে নিন্দার রব।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kanchan-Sreemoyee Wedding: '...ড্রাইভার, বর্ডিগার্ড প্রবেশ নিষেধ!' কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে এ কী লেখা! ছিঃ ছিঃ করছে সবাই...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল