Kanchan-Sreemoyee Wedding: '...ড্রাইভার, বর্ডিগার্ড প্রবেশ নিষেধ!' কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনে এ কী লেখা! ছিঃ ছিঃ করছে সবাই...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Kanchan-Sreemoyee Wedding: তবে বুধবারের অনুষ্ঠানে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন ভেন্যুর বাইরে লাগানো একটি বোর্ড দেখে খেপে গিয়েছেন সবাই। বর ও কনের নামের সঙ্গে লেখা বিশেষ একটি নির্দেশ। ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’। আর সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়তেই উঠেছে নিন্দার রব।
advertisement
1/7

বুধবার বসল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের রিসেপশনের আসর। কাছের মানুষ এবং বন্ধুবান্ধবরা এলেও রিসেপশনের পরেই একাধিক মহল থেকে উঠেছে সমালোচনার ঝড়। ছিঃ ছিঃ করছেন সকলে।
advertisement
2/7
তবে বুধবারের অনুষ্ঠানে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন ভেন্যুর বাইরে লাগানো একটি বোর্ড দেখে খেপে গিয়েছেন সবাই। বর ও কনের নামের সঙ্গে লেখা বিশেষ একটি নির্দেশ। ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের প্রবেশ নিষেধ’। আর সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়তেই উঠেছে নিন্দার রব।
advertisement
3/7
সংবাদমাধ্যম থেকে বিয়েকে দূরে রাখা নতুন কিছু নয়। কিন্তু কোনও বলিউড সেলিব্রিটিও কখনও এভাবে বোর্ড লাগাননি। এমন নিন্দনীয় ঘটনায় রেগে গিয়েছেন টলিতারকাদের অনেকেও।
advertisement
4/7
সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণির নাম উল্লেখ করে এহেন বোর্ড লাগানোকে ভালভাবে নেয়নি কেউই। নেটিজেনদের দাবি, এটি অতীব নিন্দনীয় ও ঘৃণ্য কাজ।
advertisement
5/7
জানুয়ারিতে দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয় অভিনেতা তথা বিধায়ক কাঞ্চনের। তার পর শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সারেন ১৪ ফেব্রুয়ারি। এরপর ২ মার্চ সামাজিক বিবাহ।
advertisement
6/7
এর আগেও শ্রীময়ী লেখেন, "আমরা খুব দুঃখিত । আমরা ৬ তারিখে কোনও প্রেস জার্নালিস্ট বন্ধুদের প্রবেশ করাচ্ছি না । কারণ অনেকের সঙ্গেই সুসম্পর্ক । সকলেই বলছেন কভার করব । তাই একজনকে আসতে অনুমতি দিলে আরেকজনের খারাপ লাগতে পারে । কাঞ্চন স্ট্রিক্টলি না বলে দিয়েছে । কিন্তু আমি কথা দিচ্ছি ভিডিয়ো, ছবি সব আমি তোমাদের পাঠাব 6 মার্চের পরে । তখন ইন্টারভিউও দেব । প্রতিশ্রুতি না রাখতে পারায় দুঃখিত ।"
advertisement
7/7
তবে এবারে যেন সব সীমা ছাড়িয়ে গিয়েছেন তাঁরা। এহেন বোর্ড দেখে সমাজের বিভিন্ন মহল থেকে উঠেছে নিন্দার রব।