Kanchan-Sreemoyee Wedding: কথা ছিল ৬ তারিখ, আচমকা চারদিন আগেই তৃতীয় বিয়ে সারলেন কাঞ্চন! এত তাড়া কীসের? পিছনে 'বড়' কারণ?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Kanchan-Sreemoyee Wedding: ২ মার্চই বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের। তবে তা একান্তভাবেই আড়াল রাখতে চেয়েছিলেন। ৬ মার্চ হবে রিসেপশন। যেখানে হাজির থাকবেন ইন্ডাস্ট্রির পরিচিতরা।
advertisement
1/8

শুক্রবার থেকেই সন্দেহ ছিল যখন আইবুড়োভাত, মেহেন্দির ছবি আসতে থাকে। শনিবার সকালে একসঙ্গেই গায়ে হলুদ হয় কাঞ্চন-শ্রীময়ীর। সেই ছবি দেখে মোটামুটি আঁচ পাওয়া যায় যে তাহলে হয়তো শনিবার রাতেই বিয়ে। ঠিক তাই। সন্ধে হতেই একের পর এক বিয়ের ছবি। ৬ না, ২ তারিখেই তৃতীয় বিয়ে সারলেন কাঞ্চন মল্লিক।
advertisement
2/8
শুক্রবার ছিল কাঞ্চন-শ্রীময়ী আইবুড়ো ভাত। সেই ছবি অভিনেত্রী ভাগ করে নিয়ে ছিলেন স্যোশাল মিডিয়ায়। ইয়া বড় মাছের মাথা নিয়ে পোজও দিয়েছিলেন দুজনে।
advertisement
3/8
তারপর গায়ে হলুদ । সব কটাক্ষ উড়িয়ে মন দিয়ে আচার পালন করেছেন তাঁরা। লাল পাড় হলুদ শড়ি সঙ্গে ফুলের সাজে সেজে উঠেছিলেন শ্রীময়ী।
advertisement
4/8
সকালে হয়েছে দধিমঙ্গল, নাহ্নিমুখ। কালো সানগ্লাস, গামছা জড়িয়ে পোজ দিয়েছেন কাঞ্চন।
advertisement
5/8
বরের গায়ে ছোঁয়ানো হলুদ মাখেন শ্রীময়ী। পাশাপাশি বসেই গায়ে হলুদ সারেন তাঁরা। তারপর সন্ধে হতেই বিয়ের প্রস্তুতি।
advertisement
6/8
পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে চারহাত এক হয় কাঞ্চন-শ্রীময়ীর। শ্রীময়ীর পরনে ছিল লাল বেনারসি সঙ্গে মানানসই সোনার গয়না।
advertisement
7/8
কিন্তু সবাই তো জানত ৬ তারিখ বিয়ে। তাহলে কেন এগিয়ে এল তারিখ?
advertisement
8/8
২ মার্চই বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের। তবে তা একান্তভাবেই আড়াল রাখতে চেয়েছিলেন। ৬ মার্চ হবে রিসেপশন। যেখানে হাজির থাকবেন ইন্ডাস্ট্রির পরিচিতরা। পার্কস্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে এই আয়োজন। ছবি সৌজন্যেঃ Birlens creation ও শ্রীময়ীর ইনস্টাগ্রাম প্রোফাইল