Kanchan Mullick-Sreemoyee Chattoraj: বিছানায় ফুলের ছড়াছড়ি! কাঞ্চন-শ্রীময়ীর আদুরে যাপন... হানিমুনের মুহূর্তরা ফাঁস
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Kanchan Mullick-Sreemoyee Chattoraj: বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি। শ্রীময়ীর জন্মদিন উপলক্ষে এবার শহর ছেড়ে নীল জলের দেশ মলদ্বীপে পাড়ি দিলেন তাঁরা। মধুচন্দ্রিমার আদুরে মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন শ্রীময়ী।
advertisement
1/5

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। বয়সে প্রায় তিন দশকের ফারাক। কিন্তু তাঁদের ভালবাসা সেই অঙ্ক কষেনি। মাস কয়েক আগেই ঘটা করে সাতপাক ঘুরেছে টলিউডের তারকা-দম্পতি। আপাতত সুখে সংসার করেছেন তাঁরা।
advertisement
2/5
বিয়ের পর মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি। শ্রীময়ীর জন্মদিন উপলক্ষে এবার শহর ছেড়ে নীল জলের দেশ মলদ্বীপে পাড়ি দিলেন তাঁরা। মধুচন্দ্রিমার আদুরে মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন শ্রীময়ী।
advertisement
3/5
মলদ্বীপের বিলাসবহুল রিসর্টে থাকছেন কাঞ্চন-শ্রীময়ী। নববিবাহিত দম্পতির বিছানা ফুলে সাজানো। চোখ মেললেই দিগন্ত বিস্তৃত নীল জলরাশি।
advertisement
4/5
লাল মোনোকিনিতে জলে শরীর ভিজিয়েছেন শ্রীময়ী। তাঁর সঙ্গী স্বামী কাঞ্চন। ভালবাসার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত লেন্সবন্দি করেছেন অভিনেত্রী।
advertisement
5/5
দু'বার বিবাহবিচ্ছেদের পর শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চন। বয়সে বড় সহকর্মীকে বিয়ে করে শ্রীময়ীও কম কটাক্ষ শোনেননি। তবে সেসবকে তোয়াক্কা না করেই ভালবাসায় দিন কাটাচ্ছেন তাঁরা।