TRENDING:

Kalki Koechlin: আইফেল টাওয়ার-স্ট্যাচু অফ লিবার্টির সঙ্গে চিরকাল জুড়ে বলি নায়িকা কল্কির নাম, কীভাবে? জানলে চমকে যাবেন

Last Updated:
Kalki Koechlin: কল্কি কেঁকলা। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। পরিচালক অনুরাগ কাশ্যপের প্রাক্তনও তিনি।
advertisement
1/9
আইফেল টাওয়ার-স্ট্যাচু অফ লিবার্টিতে জুড়ে কল্কির নাম, কীভাবে? জানলে চমকে যাবেন!
কল্কি কেঁকলা। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। পরিচালক অনুরাগ কাশ্যপের প্রাক্তনও তিনি। আর এই বলি নায়িকার সঙ্গে জুড়ে রয়েছে প্যারিসের আইফেল টাওয়ার, আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির নাম।
advertisement
2/9
ফ্রান্সে জন্ম কল্কির বাবা-মা পরবর্তীতে ভারতে আসেন। সে কারণে কল্কি কেঁকলা ফ্রেঞ্চ, হিন্দি, তামিল, ইংরেজি ভাষায় কথা বলতে পারেন। কিন্তু কল্কির সঙ্গে বিশ্বের এই দুই আশ্চর্যের নাম কেন জুড়ে? জানলে চমকে যাবেন।
advertisement
3/9
কল্কির সম্পর্কে এ কথা বহু মানুষেরই অজানা। যতদিন প্যারিসের আইফেল টাওয়ার, আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি রয়েছে, ততদিন সেগুলির সঙ্গে জুড়ে কল্কি কেঁকলার নাম। কারণ, কল্কির প্রপিতামহ।
advertisement
4/9
কল্কির প্রপিতামহ মরিস কেঁকলা ছিলেন প্যারিসের আইফেল টাওয়ার, আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির চিফ ইঞ্জিনিয়ার।
advertisement
5/9
১৩৪ বছর আগে ১৮৮৯ সালের ১৫ মে এটির উদ্বোধন হয় প্যারিসে। তৈরি শুরু হয়েছিস ১৮৮৭ সালে। সেই সময় এটি তৈরির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন কল্কির প্রপিতামহ মরিস কেঁকলা।
advertisement
6/9
একই রকম ভাবে নিউ ইয়র্কে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি তৈরির টিমেও চিফ ইঞ্জিনিয়ার ছিলেন কল্কির ঠাকুরদার বাবা মরিস। স্ট্যাচু অফ লিবার্টির উপরের দিকের অংশটি প্যারিসে বসেই তৈরি করেছিলেন ইঞ্জিনিয়াররা।
advertisement
7/9
বিশ্বের এই দুই আশ্চর্যের সঙ্গে স্বাভাবিকভাবেই চিরকাল কেঁকলা পরিবারের নাম জুড়ে থাকবে। সেই সূত্রে কল্কিরও নাম জুড়ে। সারাজীবন এমন অসাধারণ দুই সৃষ্টির প্রশংসার উত্তরাধিকারী কল্কি কেঁকলা।
advertisement
8/9
২০২০ সালে বয়ফ্রেন্ড গাই হার্সবার্গের সঙ্গে এক কন্যাসন্তানের মা হয়েছেন কল্কি। পাশাপাশি অভিনয় জগতেও কাজ করছেন তিনি।
advertisement
9/9
অনুরাগ কশ্যপের সঙ্গে বিয়ে ভে‌ঙে যাওয়ার পরে কল্কির সম্পর্ক তৈরি হয় পিয়ানোবাদক হার্সবার্গের সঙ্গে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kalki Koechlin: আইফেল টাওয়ার-স্ট্যাচু অফ লিবার্টির সঙ্গে চিরকাল জুড়ে বলি নায়িকা কল্কির নাম, কীভাবে? জানলে চমকে যাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল