Bollywood: নায়ক কাজলের কাকা, নায়িকা করিনার মাসি! ধর্মেন্দ্রকে ‘রিপ্লেস’ করে ডেবিউ ছবিতেই সুপারহিট? চেনেন বলিউডের এই অভিনেতা-অভিনেত্রীকে?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bollywood: কাপুর পরিবারের কথা প্রায় সকলেরই জানা। তবে হিন্দি সিনেমায় ‘মুখার্জী’ পরিবারের অবদানও কোনও অংশে কম নয়।
advertisement
1/6

কাজল এবং করিনা। বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত দুই অভিনেত্রী। তবে দুই নায়িকার মধ‍্যে আরও একটি মিল রয়েছে। দু'জনেই ফিল্মি পরিবারের সন্তান। কাপুর পরিবারের কথা প্রায় সকলেরই জানা। তবে হিন্দি সিনেমায় ‘মুখার্জী’ পরিবারের অবদানও কোনও অংশে কম নয়।
advertisement
2/6
হিন্দি ছবির জগতে মুখার্জী পরিবারের প্রসঙ্গ উঠলে প্রথমেই চলে আসে এই দুই পরিবারের তারকা কন‍্যার নাম। রানি মুখোপাধ‍্যায় এবং কাজল। বর্তমানে রানি, কাজলের খুড়তুতো ভাই অয়ন মুখোপাধ‍্যায়ও পরিচালক হিসেবে খ‍্যাতি অর্জন করেছেন।
advertisement
3/6
কিন্তু রানি, কাজল বা অয়নের ইন্ডাস্ট্রিতে আসার অনেক আগে থেকেই বলিউডে রাজ করেছে বাঙালি এই পরিবারটি। অভিনেতা হিসেবে রাতারাতি খ‍্যাতিলাভ করেছিলেন রানি, কাজলের কাকা জয় মুখোপাধ‍্যায়।
advertisement
4/6
প্রযোজক শশধর মুখোপাধ‍্যায়ের পুত্র জয় মুখোপাধ‍্যায় প্রথম ছবিতেই পেছনে ফেলে দেন ধর্মেন্দ্রকে। বলিউডের হিম‍্যানকে ‘রিপ্লেস’ করে তিনি অভিনয় করেন 'লাভ ইন শিমলা' ছবিতে।
advertisement
5/6
প্রথম ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সাধনা। বলিউডের খ‍্যাতনামা অভিনেত্রী সাধনা আবার সম্পর্কে করিনার মাসি। করিশ্মা-করিনার মা অভিনেত্রী ববিতা এবং সাধনা সম্পর্কে তুতো বোন।
advertisement
6/6
সেকালের অন‍্যতম হিট ছবি হয়েছিল লাভ ইন শিমলা। প্রথম ছবি দিয়েই রীতিমতো খ‍্যাতির শিখরে পৌঁছে যান জয় এবং সাধনা। এরপরেও বেশ কিছু হিট ছবিতে অভিনয় করেছিলেন জয় মুখার্জী। তবে ধীরে ধীরে বলিউডের জগত্‍ থেকে হারিয়ে যান তিনি।