Kajol: একটা ছবিতেই বিকিনি পরেছিলেন কাজল! কোন ছবি জানেন? তারপর আর কেন পরেননি? কারণ চমকে দেবে
- Published by:Piya Banerjee
Last Updated:
Kajol: নিজের কেরিয়ারে কখনও এই সব দৃশ্যে অভিনয় করেননি! পরেননি বিকিনিও! কিন্তু কেন জানেন? কারণ চমকে দেবে
advertisement
1/8

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল! কাজল তাঁর গোটা জীবনে মাত্র একবার বিকিনি পরে শ্যুট করেছিলেন ১৯৯৩ সালের একটি সুপারহিট ছবিতে! তারপর থেকে আর কখনও বিকিনিতে দেখা যায়নি তাঁকে!
advertisement
2/8
১৯৯২ সালে বেখুদি ছবি দিয়েই বলিউডে পা রাখেন কাজল! ৩২ বছরের কেরিয়ারে ৫১টির বেশি ছবি করেন তিনি! ৯০-এর দশক থেকেই মানুষের মনে ছাপ রেখেছেন কাজল!
advertisement
3/8
কাজল সে সময় বলিউডের চেনা ছক বদলে দিয়েছিলেন। তথাকথিত সুন্দরী নায়িকাদের থেকে একেবারেই আলাদা ছিলেন তিনি! কখনই বোল্ড দৃশ্যে অভিনয় করেননি তিনি। সাহসী পোশাক পরলেও বিকিনিতে তাঁকে দেখা যায়নি!
advertisement
4/8
নিজের অভিনয়েই সকলের মন জয় করেছেন কাজল! সোশ্যাল মাধ্যমেই তিনি বেশ অ্যাক্টিভ! শাড়িতেই কাজলকে সব থেকে বেশি হট দৃশ্যে দেখা গিয়েছে!
advertisement
5/8
কাজল বলিউডের প্রথম সারির নায়িকা! তবে তেমন কোনও বোল্ড দৃশ্যে দেখা যায়নি তাঁকে! ১৯৯৩ সালে সুপারহিট ছবি 'বাজিগর' ছবিতে বিকিনি পরতে দেখা গিয়েছিল! কেন বিকিনি পরেন না তিনি?
advertisement
6/8
কাজল তাঁর কেরিয়ারে প্রচুর সুপারহিট ছবি উপহার দিয়েছেন! বাজিগর, দিল ওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়-এর মতো বহু ছবি রয়েছে! শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি সব থেকে বেশি সুপারহিট!
advertisement
7/8
একটি সাক্ষাৎকারে কাজল জানান তিনি সেই পোশাকই পরেন যাতে তিনি স্বাচ্ছন্দ্য অনুভব করেন! বিকিনি পরার প্রয়োজন মনে করেননি বলেই তিনি পরেননি!
advertisement
8/8
তবে বিকিনি বা বোল্ড দৃশ্যে অভিনয় না করলেও কাজল তাঁর অভিনয় দক্ষতায় আজও নম্বর ওয়ান অভিনেত্রী!