Kajol on Nysa Devgn: মেয়েকে নিয়ে বিতর্কের শেষ নেই! 'ও যা ইচ্ছা করবে', নাইসার পাশে থাকার বার্তা কাজলের
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Kajol on Nysa Devgn: ১৯-এর নাইসাকে নিয়ে চর্চা কম নয়। তবে মেয়েকে নিয়ে গর্বিত কাজল। তিনি বলেন, "অবশ্যই ওকে নিয়ে আমি গর্বিত। ও যে আভিজাত্য নিয়ে চলে, সেটা আমার খুব ভাল লাগে।"
advertisement
1/7

কখনও উদ্যম পার্টি করে, কখনও বা ভাঙা হিন্দি বলে, নানা সময়ে নানা কারণে ট্রোলড হয়েছেন নাইসা দেবগণ। অজয় দেবগণ এবং কাজলের কন্যা।
advertisement
2/7
হঠাৎই নিজের 'ভোল বদল'-এর জন্যও কটাক্ষের মুখে পড়েন তিনি। এ বার মেয়েকে ঘিরে যাবতীয় বিতর্ক নিয়ে মুখ খুললেন কাজল।
advertisement
3/7
১৯-এর নাইসাকে নিয়ে চর্চা কম নয়। তবে মেয়েকে নিয়ে গর্বিত কাজল। তিনি বলেন, "অবশ্যই ওকে নিয়ে আমি গর্বিত। ও যে আভিজাত্য নিয়ে চলে, সেটা আমার খুব ভাল লাগে।"
advertisement
4/7
পোশাক থেকে শুরু করে জীবনযাপন, রকমারি কারণে নেতিবাচক চর্চা হয়েছে নাইসাকে নিয়ে। কাজল যদিও সে সব নিয়ে ভাবিত নন।
advertisement
5/7
কাজলের কথায়, "এইটুকু বলতে পারি যে, ওর বয়স ১৯। ও জীবনটা উপভোগ করছে। ও যা ইচ্ছা করতে পারে। আমি ওর পাশে থাকব।"
advertisement
6/7
কাজলের কথায়, "এইটুকু বলতে পারি যে, ওর বয়স ১৯। ও জীবনটা উপভোগ করছে। ও যা ইচ্ছা করতে পারে। আমি ওর পাশে থাকব।"
advertisement
7/7
মাঝেমধ্যেই সেই হইহুল্লোড়ের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন এই তারকা-সন্তান। মা-বাবার পদাঙ্ক অনুসরণ করে কি বলিউডে পা রাখবেন তিনি? এখন সেটাই দেখার।