এই পুজোতে যিশু সেনগুপ্ত আসছেন নতুন অবতারে, ছবির হিরো নন, কোন রূপে বাংলার নায়ক? দেখুন ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
দূর্গাপুজোর প্রায় এক মাস বাকি, তার আগেই এই পুজোর জন্য থাকছে যিশু সেনগুপ্তের বিশেষ উপহার, সকলের জন্য৷
advertisement
1/6

এবার পরিচালনার আসনে যিশু সেনগুপ্ত। দূর্গাপুজোর প্রায় এক মাস বাকি, তার আগেই পুজোর গান নিয়ে আসছে যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা সংস্থা "হোয়াই সো সিরিয়াস"। যেখানে পরিচালনার আসনে রয়েছেন যিশু সেনগুপ্ত।
advertisement
2/6
ইন্দ্রদীপ দাসগুপ্তের সুরে অন্তরা মিত্রর কন্ঠে শোনা যাবে "দুগ্গা মা এসেছে"। গানটির কথা লিখেছেন প্রসূন। এই গানে প্রধান মুখ হিসাবে রয়েছেন অভিনেত্রী দর্শনা বনিক।
advertisement
3/6
ইতিমধ্যে গানের শ্যুটিং শেষ, প্রকাশ্যে এসেছে আজ অভিনেত্রী দর্শনা বনিকের ফার্স্ট লুক। ফার্স্ট লুকে অভিনেত্রী দর্শনা বনিককে দেখা গিয়েছে লাল শাড়িতে পুজোর লুকে।
advertisement
4/6
কয়েক মাস আগেই যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রোডাকশন হাউস " হোয়াই সো সিরিয়াস" এর ঘোষনা করা হয়েছিল। এবারে তাদের প্রযোজনাতে এই প্রথম প্রজেক্ট আসছে "দুগ্গা মা এসেছে"।
advertisement
5/6
পরিচালক যিশু সেনগুপ্ত জানান "পুজো আমাদের কাছে রিইউনিয়নের মতো। গোটা পাড়াটাই যেন একটা পরিবারের মতো হয়ে ওঠে৷ বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় উৎসব কে কেন্দ্র করে। ভিডিয়োর মাধ্যেমে সে রকম একটা গল্প বলতে চেয়েছি"।
advertisement
6/6
অন্যদিকে সৌরভ দাস জানান "আমাদের প্রোডাকশন হাউস থেকে ভাল সিনেমা, ভাল গান, ভাল ওয়েবসিরিজ বানানো হবে। শুধু সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট এর সমস্ত ধরনের প্রজেক্ট আমরা বানাবো, দর্শকদের কাছে ভাল প্রজেক্ট উপহার দেব। আরও অনেক প্রস্তুতি চলছে, সেগুলো ক্রমশ প্রকাশ্যে। আশা করছি পুজোর এই গান সবার ভাল লাগবে"।