Tollywood Celebs: ওয়ার্ম আপ ম্যাচে বিরাট ধামাকা, ব্যাট বল হাতে যীশু-কোয়েলরা, ক্রিকেটের আনন্দে মজে টলি সেলেবরা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Tollywood Celebs: শীতের হাওয়া গায়ে মেখে ক্রিকেটে মাতলেন শহরের সেলিব্রিটিরা। অনুষ্ঠিত হল ওয়ার্ম আপ ম্যাচ যেখানে দেখা মিলল টলিউডের তারকাদের।
advertisement
1/5

শীতের হাওয়া গায়ে মেখে ক্রিকেটে মাতলেন শহরের সেলিব্রিটিরা।
advertisement
2/5
অনুষ্ঠিত হল ওয়ার্ম আপ ম্যাচ যেখানে দেখা মিলল টলিউডের তারকাদের।
advertisement
3/5
মুখোমুখি হল টলিউড ১১ বনাম আরবানা ১১। যীশু সেনগুপ্তের সঙ্গে টস করতে দেখা গেল কোয়েল মল্লিককে।
advertisement
4/5
এছাড়া মাঠে ব্যাট বল হাতে ক্রিকেটে কামাল দেখালেন যীশু সেনগুপ্ত, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, সৌরভ-দর্শনা, রাহুল মজুমদার, ইন্দ্রাশিষ রায়-সহ বহু টলি সেলেবরা।
advertisement
5/5
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই সেলিব্রিটি এক্সিবিশন ম্যাচের ট্রফি জিতে নিল টলিউড ১১।