ঝোরা, ঝিলিক! অরিজিৎ সিংয়ের গিটারে কেন লেখা থাকে এমন নাম? বড় রহস্য ফাঁস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
arijit singh guitar names: কোনও গিটারে লেখা ঝিলিক, কোনওটায় ঝোরা। কেন এমন লেখা অরিজিৎ সিংয়ের গিটারে?
advertisement
1/6

গোটা একটা প্রজন্মের হার্টথ্রব তিনি। তাঁর গান শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে ৮ থেকে আশি, সবাই। সেই অরিজিৎ সিংয়ের জীবনে গুরুত্বপূর্ণ তাঁর প্রতিটি গিটার। এটা হয়তো অনেকেই জানেন না।
advertisement
2/6
প্রতিটি গিটার তাঁর খুবই প্রিয়। একজন মিউজিশিয়ান অনেক বাছাই করে নিজের বাদ্যযন্ত্রটি কেনেন। অরিজিৎ সিংও তাই করেছেন। তাই তাঁর কাছে প্রতিটি গিটার খুবই প্রিয়।
advertisement
3/6
ঝোরা, ঝিলিক, মিঠি- অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, অরিজিৎ সিংয়ের গিটারগুলিতে এমন সব নাম লেখা থাকে। তবে তার কারণ হয়তো অনেকেই জানেন না।
advertisement
4/6
জানা যায়, অরিজিৎ সিং নিজেই ভালবেসে তাঁর প্রতিটা গিটারের একটা করে নাম রেখেছেন। তিনি সেগুলোকে নিজের সন্তানের মতোই মনে করেন।
advertisement
5/6
কোনও গিটারের নাম ঝোরা, কোনওটা ঝিলিক, কোনওটা আবার মিঠি। একের পর এক মিষ্টি নাম রেখেছেন নিজের গিটারগুলির।
advertisement
6/6
অরিজিৎ সিং অবশ্য নিজে মুখে এই নিয়ে কখনও কিছুই বলেননি। যতটুকু শোনা বা সূত্র মারফত জানা যায়, সেই ভিত্তিতেই এই লেখা।