TRENDING:

Jhalak Dikhhla Jaa Contestants Fees: টেলিভিশন কাঁপাতে আসছে 'ঝলক দিখলা জা' লক্ষ লক্ষ টাকা এপিসোড প্রতি প্রিয় তারকারা পাবেন, জানলেই চক্ষু চড়ক গাছ

Last Updated:
Jhalak Dikh La Ja: ঝলক দিখলা যার মঞ্চে সেলিব্রিটিদের প্রচুর টাকা রোজগারের সুযোগ আসছে ৷ প্রিয় তারকাদের এপিসোড প্রতি কত করে টাকা পাচ্ছেন তা দেখলে কপালে উঠবে চোখ
advertisement
1/9
টেলিভিশন কাঁপাতে আসছে 'ঝলক দিখলা জা' লক্ষ লক্ষ টাকা এপিসোড প্রতি প্রিয় তারকাদের
জাতীয় টেলিভিশনের অত্যন্ত বড় শো সেলিব্রিটি ডান্স রিয়্যালিটি শো ঝলক দিখলা জলবা দেখাতে আসছে ৷ এই নিয়েই নানান ধরনের চর্চা চলছে ৷ ফাইল ছবি ৷
advertisement
2/9
তবে এই সেলিব্রিটি ডান্স শো-এর সেলিব্রিটি প্রতিযোগীদের পারিশ্রমিক জানতে পারলে চক্ষু চড়ক গাছ ৷ ফাইল ছবি ৷
advertisement
3/9
Rubina Dilaik: রুবিনা দিলায়েক এক চর্চিত নাম যিনি সনম জওহরের সঙ্গে নাচের ক্ষেত্রে নজর আসবেন ৷ রুবিনা দিলায়েক এর আগেও রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করেছিলেন ৷ সূত্রের খবর রুবিনা এপিসোড প্রতি ৭ লক্ষ টাকা করে পাবেন ৷ ফাইল ছবি ৷
advertisement
4/9
Shilpa Shinde: ভাবিজি ঘর পর-এ বিশাল ভাবে নজর কেড়েছিলেন শিল্পা শিন্ডে ৷ সবার অত্যন্ত পছন্দের পাত্রতে পরিণত হয়েছিলেন ৷ এই শোয়ে নাচের মাধ্যমে আগুন ছড়াবেন শিল্পা শিন্ডে ৷ তিনি বগ বসের একটি সিজিনের বিজায়ীও ছিলেন ৷ তাঁকে ঝলক দিখলাজার জন্য আনুমানিক ৫ লক্ষ টাকা দেওয়া হতে পারে ৷ ফাইল ছবি ৷
advertisement
5/9
Faisal Shaikh: জনপ্রিয় টিকটক স্টার ফজল শেখ, বিভিন্ন ক্ষেত্রেই যুবদের মুখে মুখে তাঁর নাম লক্ষ্য করা গিয়েছে ৷ জানতে পারা যাচ্ছে তিনি ১০ থেকে ১১ লক্ষ টাকা রোজগার করবেন ঝলক দিখলাজা থেকে ৷ ফাইল ছবি ৷
advertisement
6/9
Nia Sharma: জামাই রাজা ও এক হাজারো মে মেরা বহেনা ধারাবাহিক থেকে বিশেষ ভাবে সবার নজর কেড়েছেন নিয়া শর্মা ৷ দীর্ঘ সময় পর থেকে দেখতে তাঁকে দেখতে পাওয়া যাবে ঝলক দিখলা জা ৷ এপিসোড প্রতি তিনি ২.৫ লক্ষ টাকা পাবেন ৷ ফাইল ছবি ৷
advertisement
7/9
Dheeraj Dhoopar: কুন্ডলি ভাগ্য ফেম ধীরজও ঝলক দিখলাজার অংশ হতে চলেছেন ৷ সূত্রের খবর এপিসোড প্রতি ২.৫ টাকা তাঁর পারিশ্রমিক ৷ ফাইল ছবি ৷
advertisement
8/9
Ali Asgar: বেশ কিছু ধারাবাহিকে দেখতে পাওয়া গিয়েছে আলি আজগরকে ৷ এই নৃত্যে দেখতে পাওয়া যাবে তাঁকে ৷ এপিসোড প্রতি ২ লক্ষ টাকা করে পাবেন তিনি ৷ ফাইল ছবি ৷
advertisement
9/9
Amruta Khanvilkar: টেলিভিশনের সব থেকে জনপ্রিয় নাম অমৃতা খান বিলকর অত্যন্ত জনপ্রিয় সূত্রের খবর তিনি ১ লক্ষ টাকা করে এপিসোড প্রতি পাবেন ৷ ফাইল ছবি ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Jhalak Dikhhla Jaa Contestants Fees: টেলিভিশন কাঁপাতে আসছে 'ঝলক দিখলা জা' লক্ষ লক্ষ টাকা এপিসোড প্রতি প্রিয় তারকারা পাবেন, জানলেই চক্ষু চড়ক গাছ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল