Jennifer Winget: ফুকেটে কখনও বিকিনি, কখনও মোনোকিনি...আগুন জ্বালাচ্ছেন বিপাশার স্বামীর প্রাক্তন স্ত্রী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিয়ের পর মাত্র দু’বছর টিকেছি করণ আর জেনিফারের দাম্পত্য। ডিভোর্সের পরেই করণ ও বিপাশা বিয়ের সিদ্ধান্ত নেন।
advertisement
1/6

ফুকেটে ছুটি কাটাচ্ছেন জেনিফার উইঙ্গেট
advertisement
2/6
এক-সে-বরকর এক বিকিনি আর মোনোকিনিতে সেজেছেন বিপাশার বর্তমান স্বামী করণ সিং গ্রোভারের প্রাক্তন স্ত্রী জেনিফার
advertisement
3/6
২০১২ সালে জেনিফারের সঙ্গে বিয়ে হয়েছিল করণের
advertisement
4/6
বিয়ের পর মাত্র দু’বছর টিকেছি করণ আর জেনিফারের দাম্পত্য। ডিভোর্সের পরেই করণ ও বিপাশা বিয়ের সিদ্ধান্ত নেন।
advertisement
5/6
করণ ও বিপাশা বিয়ের আগে জেনিফার জানান, '' আমি ওদের আগামী জীবনের জন্য গুড লাক উইশ করছি। ওঁদের দু’জনকে খুব মিষ্টি লাগছে। ভালবাসা জীবনের একটি আসাধারণ অনুভূতি। এই মুহূর্তগুলো অসাধারণ।”
advertisement
6/6
নিয়ন হলুদ বিকিনিতে ফুকেটে ফূর্তির ফোয়ারা ছোটাচ্ছেন সুন্দরী